২০ এপ্রিলের পর বের হতে পারবেন বাড়ির বাইরে, তবে মানতে হবে কিছু শর্তঃ পিএম মোদী

নয়া দিল্লীঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) মঙ্গলবার জাতীর উদ্দেশ্যে ভাষণ দেন। এই ভাষণে তিনি গোটা দেশে লাগু লকডাউনের সময়সীমা ৩রা এপ্রিল পর্যন্ত বাড়িয়ে দেন। তবে এই দ্বিতীয় দফার লকডাউনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০ এপ্রিলের পর কিছু এলাকায় ছাড় দেওয়া হবে বলেও জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘আমার সমস্ত দেশবাসীর কাছে প্রার্থনা হল, এই করোনা মাহামারিকে আমরা কোনমতেই নতুন এলাকায় ছড়িয়ে যেতে দেবনা। স্থানীয় স্তরে যদি এখন একজন রোগীর সংখ্যাও বাড়ে, তাহলে সেটা আমদের জন্য চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে।”

modi 1 6

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘এর জন্য আমাদের হটস্পট এলাকা গুলো নিয়ে আরও সতর্ক থাকতে হবে। যেই স্থান গুলো হটস্পটে বদলে যাওয়ার আশঙ্কা আছে, সেগুলোতেও কড়া নজর রাখতে হবে। নতুন করে হটস্পট তৈরি হলে আমাদের পরিশ্রম আমাদের তপস্যা সমস্যার সন্মুখিন হবে।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আগামী এক সপ্তাহ করোনার বিরুদ্ধে লড়াই আরও কঠোর হয়ে উঠবে। ২০ এপ্রিল পর্যন্ত প্রতিটি গ্রাম, প্রতিটি থানা, প্রতিটি জেলা, প্রতিটি রাজ্যে কেমনভাবে লকডাউন পালিত হল আর সেই এলাকায় করোনা থেকে কেমন ভাবে নিজেদের বাঁচানো গেলো সেটা দেখা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, যেই এলাকা গুলো এই অগ্নিপরীক্ষায় সফল হবে, যেসব এলাকা হটস্পটের মধ্যে পড়বে না, আর যেসব এলাকা গুলো হটস্পটে পরিণত হওয়ার আশঙ্কা কম হবে, সেখানে ২০ এপ্রিল থেকে কিছু গতিবিধির অনুমতি দেওয়া হবে।

file79uvm5vfiluhs40knrs 1585464330

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘ আমার সর্বোচ্চ প্রাথমিকতার মধ্যে একটা হল দেশের মানুষের হওয়া মুশকিলের সমাধান করা। এবার নতুন গাইডলাইন্স বানানোর সময়ে দেশবাসীর স্বার্থকে নজরে রাখা হবে। আরেকদিকে, এখন রবি ফসল কাটারও কাজ জারি আছে।”

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর