বাংলা হান্ট ডেস্কঃ দেশে লকডাউনের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi) রেডিও কার্যক্রমের মাধ্যমে মন কি বাতে (Mann Ki Baat) দেশবাসীকে তৃতীয়বার সম্বোধিত করলেন। উনি বলেন, সবার প্রচেষ্টাতেই করোনার বিরুদ্ধে লড়াই খুব মজবুতির সাথে করা হচ্ছে। উনি বলেন, দেশ এখন খুলে যাচ্ছে আর এই সময়ে আমাদের আরও বেশি করে সতর্ক থাকতে হবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সঙ্কটের মধ্যে নতুনত্বকে আপন করে নেওয়া জরুরী বলে জানান। উনি ঘূর্ণিঝড় আমফান আর দেশে পঙ্গপালের আক্রমণ নিয়ে চিন্তা জাহির করেন। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এই সঙ্কটের মধ্যেই আন্তর্জাতিক স্তরে মানুষ কিভাবে যোগাকে আপন করে নিচ্ছেন।
উনি বলেন, নদী গুলোকে সবসময় স্বচ্ছ রাখার দরকার। পশু-পাখিদের স্বতন্ত্র ভাবে বাঁচার অধিকার দেওয়ার দরকার। আকাশ পরিস্কার, আর এরজন্য আমাদের উচিৎ প্রকৃতির সাথে তালমেল বজায় রেখে বেঁচে থাকার প্রেরণা নেওয়া। উনি বলেন, আমার প্রিয় ভারতবাসী আমরা বারবার শুনি যে, জলই জীবন, জল থাকলেই কাল থাকবে। কিন্তু জলের সাথে সাথে আমাদের অনেক দায়িত্বও আছে। উনি বলেন, স্বচ্ছ পরিবেশ সোজাসুজি আমাদের জীবন, আমাদের বাচ্চাদের ভবিষ্যতের বিষয়। এরজন্য আমাদের ব্যাক্তিগত ভাবে এটির চিন্তা করতে হবে।
উনি বলেন, কিছুদিন পর গোটা বিশ্বে ‘বিশ্ব পরিবেশ দিবস” পালন হবে। এবছরের থিম হল, জৈব বিবিধতা। বর্তমানে পরিস্থিতিতে এই থিম বিশেষ রুপে দরকার। লকডাউনের সময় গত কয়েক সপ্তাহে জীবনের ধারা অনেক মন্থর হয়ে পড়েছে। কিন্তু এরফলে আমরা আমদের আশেপাশের প্রকৃতি, সমৃদ্ধ জৈব-বিবিধতাকে দেখার সুযোগ পেয়েছি। বহু বছর পর পাখির আওয়াজ মানুষ নিজের ঘরে বসেই শুনতে পেরেছে।
উনি বলেন, একদিকে যেমন পূর্ব ভারতে আসা ঝড়ের কারণে লণ্ডভণ্ড। তেমনই দেশের কয়েকটি রাজ্যে পঙ্গপালের আক্রমণের কারণে প্রভাবিত হয়েছে। এই হামলা আমাদের মনে করিয়ে দিচ্ছে যে, ছোট জীব গুলোও আমাদের কেমন ক্ষতি করতে পারে। ভারত সরকার, রাজ্য সরকার, কৃষি বিভাগ, প্রশাসন পঙ্গপালের সঙ্কট থেকে বাঁচার জন্য চাষিদের সাহায্যের জন্য অত্যাধুনিক সংশাধনের ব্যবহার করছে। নতুন নতুন আবিস্কারের দিকে নজর দেওয়া হচ্ছে। আর আমার দৃঢ় বিশ্বাস হল আমরা সবাই মিলে আমাদের কৃষি ক্ষেত্র গুলোকে বাঁচাতে পারি।