করোনার বিরুদ্ধে ময়দানে নামবেন সেনার অবসরপ্রাপ্ত ডাক্তাররা, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন CDS

বাংলা হান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের মহামারীর সঙ্গে লড়াইয়ের জন্য সেনার প্রস্তুতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়ার সোমবার চর্চা করেন। বৈঠকের পর বিপিন রাওয়াত বলেন, সেনার বিগত দুই বছরে অবসরপ্রাপ্ত মেডিক্যাল কর্মীরা নিজের এলাকার কোভিড কেন্দ্রে কাজ করবেন।

এর পাশাপাশি কম্যান্ড, কোর, ডিভিশন আর নৌসেনা তথা বায়ুসেনার হেডকোয়ার্টারে মোতায়েন সমস্ত মেডিক্যাল অফিসার হাসপাতালে নিযুক্ত হবেন। সিডিএস বিপিন রাওয়াত বলেন, হাসপাতালে ডাক্তারদের সাহায্যের জন্য প্রচুর পরিমাণে নার্সিং স্টাফদের মোতায়েন করা হচ্ছে আর সশস্ত্র দলের বিভিন্ন প্রতিষ্ঠানে মজুত থাকা অক্সিজেন সিলেন্ডার হাসপাতাল গুলোকে দেওয়া হবে।

modi rawat

এছাড়াও আর্মড ফোর্স প্রচুর পরিমাণে মেডিক্যাল প্রতিষ্ঠান তৈরি করছে, সেনা যেখানেই সম্ভব হবে সেখানে মেডিক্যাল সুবিধা নিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবেন। রাওয়াতের সঙ্গে সাক্ষাৎ ছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ-বিদেশ থেকে অক্সিজেন এবং অন্যান্য আবশ্যক সামগ্রী ভারতীয় বায়ুসেনা দ্বারা পরিবহনের প্রস্তুতির সমীক্ষা করেন।

বলে রাখি, দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ চলছে আর এই মহামারীকে হারাতে দেশে যুদ্ধকালীন তৎপরতায় টিকাকরণ অভিযান চালানো হচ্ছে। দেশে এখনও পর্যন্ত ১৫ কোটি ৯০ লক্ষ মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রালয় জানায়, ২৫ এপ্রিল টিকাকরণের অভিযানের ১০০ দিন সম্পূর্ণ হচ্ছে। এছাড়াও ১ মে থেকে দেশজুড়ে বিভিন্ন রাজ্যে ১৮ বছর থেকে ৪৫ বছর বয়সীদেরও করোনার টিকা দেওয়া হবে।

Koushik Dutta

সম্পর্কিত খবর