বাংলা হান্ট ডেস্ক : সংসদে শীতকালীন অধিবেশন চলছে। প্রতিমন্ত্রী অধিবেশন এক সপ্তাহ অতিক্রম করেছে। শীতকালীন অধিবেশনে বিরোধীদের মোদী সরকারের বিরুদ্ধে কাদা কাদা অভিযোগ রয়েছে তাই দেশের আর্থিক মন্দা বিলগ্নিকরণ এসব নিয়ে মাঝে মাঝে মেধা নেত্রীরা নিজেদের গলার সুর ছড়াচ্ছেন। ইতিমধ্যেই শুক্রবার বিরোধীদের হট্টগোলে কার্যত উত্তাল হয়েছিল সংসদ।
প্রধানমন্ত্রী ছাড়া আর কেউই এসপিজি নিরাপত্তা পাবেন না ঠিক এই ব্যবস্থায় নয়া বিল আনার প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে স্লোগান তুলতে বাধ্য হয়েছে বিরোধীরা। স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজি এর কাজের চাপ কমাতে কয়েকদিন আগেই মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এসপিজি সংশোধনী বিল আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তাই আগামী সপ্তাহের শীতকালীন অধিবেশনে বিলটি পেশ করা হতে পারে।
জানা গিয়েছে প্রধানমন্ত্রী ছাড়া অমিত শাহ বা গাঁধী পরিবারের সদস্য কেউই এই বিশেষ নিরাপত্তা পাবেন না তাঁরা জেড প্লাস নিরাপত্তায় পাবেন। যদিও এর আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে গান্ধী পরিবারের তিন সদস্য সনিয়া গাঁধী রাহুল গাঁধী এবং প্রিয়ঙ্কা গাঁধীর উপর থেকে এসপিজি নিরাপত্তা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
যদিও ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ কংগ্রেসের সহ কংগ্রেসের শীর্ষ নেতারা ক্যাবিনেট সচিবকে একটি চিঠিও লিখেছিলেন। সেই চিঠিতে রাজীব গাঁধী এবং ইন্দিরা গাঁধীর মৃত্যুর প্রসঙ্গও উল্লেখ করা হয়েছিল যদিও সে সব কোনওটাই কাজে আসেনি।