বাংলা হান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী জনধন যোজনা এর মাধ্যমে জিরো ব্যালেন্সে ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা হয়। কিন্তু আপনি এটা জেনে অবাক হবেন যে, এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত ১ লক্ষ কোটি টাকা জমা হয়ে গেছে। এই চাঞ্চল্যকর তথ্য আরটিআই এ আবেদন করে জানা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর ২০১৪ সালের স্বাধীনতা দিবসে দেশবাসীকে জিরো ব্যালেন্সে ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার জন্য আবেদন করে ‘প্রধানমন্ত্রী জনধন যোজনা” প্রকল্প শুরু করেন। এই প্রকল্পের প্রধান লক্ষ্য ছিল দেশের সাধারণ মানুষকে ব্যাঙ্কের সাথে যুক্ত করা। এই প্রকল্পের শুভারম্ভ ২০১৪ সালের ২৮ আগস্ট হয়েছিল। এই প্রকল্পে দেশের প্রতিটি মানুষ জিরো ব্যালেন্সে ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে পারতেন।
প্রধানমন্ত্রী জনধন যোজনার প্রধান লক্ষ্য ছিল, সমাজের সেই অংশকে ব্যাঙ্কের সাথে যুক্ত করা, যারা আর্থিক দিক থেকে কমজোর থাকার কারণে ব্যাঙ্কে যেতেন না। এর সাথে সাথে কেন্দ্র সরকারের প্রকল্প গুলোর আর্থিক সহায়তা মোদী সরকার সরাসরি এই অ্যাকাউন্টেই পাঠাবে বলে জানিয়ে দেয়। মধ্যপ্রদেশের নীমচ জেলার সমাজসেবী চন্দ্রশেখর গৌর আরটিআই করে জানতে চেয়েছিলেন যে, এখনো পর্যন্ত দেশে কতজন মানুষ জনধন যোজনার মাধ্যমে ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলেছেন, আর এই অ্যাকাউন্ট গুলোতে কত টাকা জমা আছে? চন্দ্রশেখরের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় অর্থ মন্ত্রালয় থেকে জানানো হয় যে, এখনো পর্যন্ত ৩৬.২৫ কোটি মানুষ জনধন যোজনার মাধ্যমে ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলেছেন, আর সেই অ্যাকাউন্টে ১,০০১,৮৩১ কোটি টাকা জমা আছে।
আরটিআই থেকে পাওয়া তথ্যে পর প্রধানমন্ত্রী জনধন যোজনার পাঁচ বছর পূর্ণ হওয়ায় জানা যায় যে, ৪.৯৯ কোটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জিরো ব্যালেন্স আছে। এইভাবেই আরটিআই এর থেকে পাওয়া তথ্য থেকে জানা যায় যে, দেশের ১৪ শতাংশ গরিব মানুষ আছে যাদের ব্যাঙ্কে একটাকাও নেই। এই প্রকল্প অনুযায়ী, ব্যাঙ্কে খোলা এই অ্যাকাউন্টে কোন টাকা রাখার নিয়ম নেই, জিরো ব্যাল্যান্সেও এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট গুলো অ্যাকটিভ থাকবে।