এবার সুরেশ রায়নাকে খোলা চিঠি পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বললেন তোমার অবসরের বয়স হয় নি…

বাংলা হান্ট ডেস্কঃ স্বাধীনতা দিবসের দিন সন্ধ্যায় আন্তর্জাতিক ক্রিকেটকে চিরতরে বিদায় জানিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ধোনির অবসর গ্রহণের কয়েক ঘন্টার মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন আরেক ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়নাও। ধোনির অবসরের খবর পেয়ে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ধোনিকে আবেগঘন চিঠি পাঠিয়েছেন দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয়। প্রধানমন্ত্রীর চিঠি পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানিয়ে ছিলেন ধোনি। এবার প্রধানমন্ত্রীর চিঠি পৌঁছালো সুরেশ রায়নার কাছে।

প্রধানমন্ত্রীর পাঠানো সেই চিঠি শুক্রবার সকালে নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করেন সুরেশ রায়না। আর তারপর শুভেচ্ছা বার্তা পাঠানোর জন্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানিয়েছেন প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটার।

IMG 20200821 145237

সুরেশ রায়নাকে চিঠি পাঠিয়ে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি লিখেছেন, ” ক্রিকেট মাঠে তুমি বেশ কিছু দুর্দান্ত ইনিংস খেলেছো, শুধু ব্যাটসম্যান হিসেবে নয় বোলার হিসাবেও তোমাকে মনে রাখবে সকল ক্রিকেটপ্রেমীরা। তবে তোমার সঙ্গে রিটারমেন্ট শব্দটা কখনোই যুক্ত করতে চাইব না। কারন তোমার শক্তি এবং বয়স কোনটাই অবসর নেওয়ার মতো হয়নি। ফিল্ডিংয়েও তুমি তোমার ছাপ ফেলেছো, তোমার লড়াকু মনোভাব মনে রাখবে আগামী প্রজন্ম।”

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর