বাংলা হান্ট ডেস্কঃ অলিম্পিকে গত কয়েক দশকের শ্রেষ্ঠ পারফরম্যান্স উপহার দিয়েছে ভারত। টোকিওতে সাত-সাতটি পদক জিতে নিয়ে সারাদেশকে গর্বিত করেছেন ভারতীয় ক্রীড়াবিদরা। তারপর থেকেই তাদের নিয়ে উচ্ছ্বসিত সকলে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী মোদী তাদের আমন্ত্রণ জানিয়েছিলেন দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস পালনে। লালকেল্লায় নিজের ভাষণে খেলোয়াড়দের কৃতিত্বের কথা উল্লেখ করেন তিনি। পরের দিন সকালে ৭ লেক কল্যান মার্গে সমস্ত অলিম্পিয়ানদের সঙ্গে ব্রেকফাস্ট এবং ঘরোয়া আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী।
এবার সামনে এলো সেই খোলামেলা আলোচনার কিছু ভিডিও। জানা গিয়েছে এই আলোচনায় তিনি জানিয়েছেন, ২০২৩ সালের ১৫ আগস্ট পর্যন্ত দেশের ৭৫ টি স্কুলে ভিজিট করবেন এই অলিম্পিয়ানরা। মূলত তাদের লক্ষ্য থাকবে দুটি, প্রথমত তারা ছাত্রছাত্রীদের সঙ্গে খেলাধুলায় অংশ নেবেন যাতে তাদের খেলাধুলার প্রতি আকর্ষণ আরও বাড়ে অন্যদিকে তারা দেখবেন ছাত্রছাত্রীরা পুষ্টি ঠিকমতো পাচ্ছে কিনা। শুধুমাত্র গুরুত্বপূর্ণ আলোচনাই নয়, খেলোয়াড়দের সঙ্গে ওইদিন বেশ কিছু মজা করতেও দেখা যায় প্রধানমন্ত্রীকে। মজার ছলে কথাবার্তা বলে পরিবেশকে রীতিমতো হালকা করে নেন তিনি। শুধু তাই নয়, খেলোয়াড়দের সই করা উত্তরীয় নিজের গলাতেও পড়েন প্রধানমন্ত্রী।
একদিকে যেমন লাভলীনার কাছ থেকে তার মায়ের খোঁজ নেন তিনি, তেমনি অন্যদিকে রবি কুমার দাহিয়াকে বলেন সর্বদা হাসিমুখে থাকতে হবে। আবার একটুর জন্য পদক হাতছাড়া হওয়া ভিনেশ ফোগাটকেও অভিভাবকের মতো বোঝাতে দেখা যায় তাকে। সম্প্রতি নিজের ব্যবহারের কারণে বেশ কিছু সমস্যার মুখে পড়তে হয়েছে ভিনেশকে, প্রধানমন্ত্রী তাকে বোঝান তিনি যেন এত রাগ না করেন নিজের উপর। অন্যদিকে দ্যুতি চাঁদকে ‘জয় জগন্নাথ’ বলে স্বাগত জানান মোদী। দ্যুতিও কথা দেন, প্রধানমন্ত্রী যেভাবে তাদের উজ্জীবিত করছেন আগামী দিনে নিশ্চয়ই মেডেল আনবেন তারা।
From having ice-creams and Churma to discussing good health and fitness, from inspiring anecdotes to lighter moments…watch what happened when I had the opportunity to host India’s #Tokyo2020 contingent at 7, LKM. The programme begins at 9 AM. pic.twitter.com/u5trUef4kS
— Narendra Modi (@narendramodi) August 18, 2021
ভবানী দেবীর সঙ্গেও যথেষ্ট মজার ছলে কথা বলতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। তার তলোয়ারও হাতে নিয়ে দেখেন তিনি। কথা বলেন বজরং, নীরজ ভারতীয় হকি দলের পুরুষ ও মহিলা খেলোয়াড়দের সঙ্গেও। খেলোয়াড়দের সম্পর্কে প্রধানমন্ত্রীর পরামর্শ, ” আমি জীবন থেকে সব সময় শিখেছি সাফল্যকে কখনও তোমার মাথায় চড়ে বসতে দিও না, অন্যদিকে পরাজয়কে কখনও মনে বড় রেখাপাত করতে দিওনা।”