বাংলাহান্ট ডেস্কঃ দেশজুড়ে করোনা সংক্রমন (Corona Outbreak) ফের ঊর্ধ্বমুখী। মারণ ভাইরাসের দ্বিতীয় ধাক্কায় দেশে ছড়িয়ে চলেছে একের পর এক রেকর্ড। গত ২৪ ঘন্টায় দেশে এই প্রথম সংক্রমণ পেরিয়েছে লাখের গণ্ডি। তারপরই ফের নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় সরকার। কীভাবে করোনা সংক্রমণে রাশ টানা যায় তা নিয়ে আগামী ৮ এপ্রিল ফের সব রাজ্যের মুখমন্ত্রীদের সঙ্গে ভিডিও কোনফারেন্সিং এর মাধ্যমে জরুরি বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
জানা যাচ্ছে ওই বৈঠকে টিকাকরণ (Vaccination) কর্মসূচি নিয়েও আলোচনা করা হতে পারে। উল্লেখ্য, দেশের শীর্ষস্থানীয় আমলাদের ও স্বাস্থ্যকর্তাদের সামনে প্রধানমন্ত্রী (Narendra Modi) স্পষ্ঠ করে দিয়েছিলেন যে তীরে এসে তরী ডোবানো একদমই ঠিক হবে না। তবে সংক্রমণ রুখতে লকডাউনের ব্যাপারে তিনি বলেছিলেন, গোটা দেশে লকডাউন জারি করে করোনা সংক্রমণ রোধে সুফল মিললেও, রুজি-রুটিতে মানুষের ব্যাপক প্রভাব পড়েছিল।
তাই আবার লকডাউন জারি করে দেশের অর্থনীতিকে তলানির দিকে ঠেলে দেওয়া যাবে না। প্রয়োজনে প্রভাবিত রাজ্য গুলিতে কন্টেনমেন্ট জোন (Containment Zone) বা আংশিক লকডাউন (Lockdown) জারি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা যেতে পারে। এই পরিস্থিতিতে ৮ এপ্রিলের বৈঠকের দিকে এবার নজর থাকবে গোটা দেশবাসীর।
গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক মানুষ এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ১ লক্ষ ৩ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। এই প্রথম দৈনিক সংক্রমণের সংখ্যা ১ লক্ষ পেরলো। দেশে এর আগে দৈনিক সর্বোচ্চ সংক্রমণ হয়েছিল ২০২০ সালে ১৬ সেপ্টেম্বর, ৯৭,৮৯৪ জন।