ব্রেকিং খবর: বাংলায় বজ্রাঘাতে মৃতদের পরিবারে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রী মোদির

বাংলা হান্ট ডেস্কঃ ইয়াসের তাণ্ডবে কিছুদিন আগেই বিধ্বস্ত হয়েছিল বাংলা। বিপুল মৃত্যুকে কোনভাবে ঠেকানো গেলেও ক্ষতিগ্রস্ত হয়েছিলেন হাজার হাজার মানুষ। আজ ফের একবার প্রাকৃতিক দুর্যোগে মৃত্যুর মুখে ঢলে পড়লেন আটজন। সকাল থেকেই আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছিল ঝড় বিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বেশকিছু জেলাতে। বইতে পারে ঝড়ো হাওয়া।

আবহাওয়াবিদদের অনুমানকে সঠিক প্রমাণিত করে দুপুরের কিছু পরেই শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। সে সময় অনেকেই কাজ করছিলেন জমিতে। আর তার জেরেই বজ্রপাতে ফের একবার প্রাণ হারালেন আটজন রাজ্যবাসী।

ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমায়। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী ঝড়বৃষ্টি চলাকালীন দুপুর বেলায় মুর্শিদাবাদের মির্জাপুর-নওদা এলাকায় অনেকেই কাজ করছিলেন জমিতে। আচমকা বজ্রপাতের জেরে মৃত্যু হয় সাতজনের। আহত হন ছ জন। ইতিমধ্যেই তাদের ভর্তি করা হয়েছে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। অন্যদিকে বজ্রপাতের জেরে হুগলিতেও মৃত্যু হয়েছে একজনের।

এবার মৃতদের পরিবারের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী অফিসের তরফে জানানো হয়েছে, হঠাৎ বজ্রাঘাতে বাংলার বিভিন্ন স্থানে অনেকের প্রাণহানি ঘটেছে। জাতীয় বিপর্যয় তহবিল থেকে তাদের দু’লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দানের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়া বজ্রাঘাতে আহত ব্যক্তিদের জন্য ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।

এর আগে ইয়াসে বিধ্বস্ত বাংলা এবং ওড়িশাকে হাজার কোটি টাকার প্যাকেজ দিয়েছিল কেন্দ্র সরকার। যার জেরে বিধ্বস্ত অঞ্চলে সাহায্য পাচ্ছেন অনেকেই। এবার এই আকস্মিক দুর্ঘটনায় স্বজন হারানো পরিবারের পাশে দাঁড়াতেও সাহায্যের হাত বাড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী মোদি।


Abhirup Das

সম্পর্কিত খবর