বড় খবর: এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করছেন শরদ পাওয়ার

বাংলা হান্ট ডেস্ক :  মহারাষ্ট্রের রাজনৈতিক অচলাবস্থা অব্যাহত, ডিসেম্বরের মধ্যেই শিবসেনার তরফে মুখ্যমন্ত্রী এবং এনসিপি ও কংগ্রেসের তরফে উপ মুখ্যমন্ত্রী পদের শপথ গ্রহণের কথা বলা হলেও এখনও অবধি সরকার গঠন নিয়ে টানাপড়েন চলছে। আর এই অচল অবস্থার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ হচ্ছেন মহারাষ্ট্রের এনসিপি নেতা শরদ পাওয়ার।273916 sharad modi

মহারাষ্ট্রের কৃষকদের সঙ্কট নিয়ে আলোচনা করার জন্যই নাকি মোদীর সঙ্গে সাক্ষাত্ করতে চাইছেন এনসিপি প্রধান। যেহেতু এ বারের বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্রে এনসিপি বিজেপি কংগ্রেস বা শিবসেনা কোনও দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি তাই সরকার গঠন করতে হলে জোট বাঁধতে হবে কিন্তু জোট ছেড়ে বেরিয়ে এসেছে বিজেপি ও শিব সেনা তাই শিবসেনা কংগ্রেস ও এনসিপির সমর্থন নিয়ে সরকার গঠন করতে মরিয়া।

তাতেই মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারি করেছে রাজ্যপাল ভগত সিংহ কেশিয়াড়ি। এরই মধ্যে এবার বুধবার সংসদে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করবেন শরদ পাওয়ার। আর এই বৈঠকেই মহারাষ্ট্রে রাজনৈতিক ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা হতে পারে বলেও মনে করা হচ্ছে। অন্য দিকে আবার বুধবার সন্ধেয় মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে শিবসেনার সঙ্গে বৈঠক হওয়ার কথা।

সম্পর্কিত খবর