খোদ প্রধানমন্ত্রীর পরিবারে মারণ ভাইরাসের থাবা, প্রয়াত হলেন মোদীর কাছের মানুষ

বাংলাহান্ট ডেস্কঃ দেশে করোনার (Corona) প্রকোপ লাগামছাড়া হারে বৃদ্ধি পেয়েছে। আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে সমান তালে তাল মিলিয়ে। এমন সংকটজনক পরিস্থিতি মোকাবিলায় হিমশিম খাচ্ছে সরকার। চারিদিকে হাহাকার। হাসপাতালে শয্যার অভাব। মিলছে না পর্যাপ্ত অক্সিজেনও। কোভিডে মৃতদের দেহ স্তূপে পরিনিত হচ্ছে। সবমিলিয়ে মারণ ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় লণ্ডভণ্ড পরিস্থিতি।

এবার সেই ভাইরাসের গ্রাসে এসে প্রাণ হারালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাকিমা (PM Modi’s Aunt)। দিন কয়েক আগেই তিনি করোনা আক্রান্ত হয়েছিল। আর আজ, মঙ্গলবার সন্ধ্যায়ই তিনি প্রয়াত হন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিবারে। যদিও পরিবারের সদস্যের মৃত্যুতে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি প্রধানমন্ত্রীর (Narendra Modi)।

   

An Images

মোদীর কাকিমার নাম নর্মদাবেন (৮০)। সম্প্রতি তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রধানমন্ত্রীর ভাই প্রহ্লাদ মোদী জানিয়েছেন, ‘কাকিমা করোনা আক্রান্ত হওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হয়। তাই গত ১০ দিন আগে তাঁকে ভর্তি গুজরাতের আহমেদাবাদের হাসপাতালে। সেখানেই আজ তাঁর মৃত্যু হল।’

উল্লেখ্য, গোটা দেশে করোনার যে সংকটজনক পরিস্থিতি তার জন্য বিরোধী শিবির কেন্দ্রীয় সরকারকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে। অনেকেই আবার সাধারণ মানুষের থোড়ায় কেয়ার মনোভাবকে দায়ি করছে। এমন পরিস্থিতিতে খোদ প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের করোনা আক্রান্ত হয়ে মৃত্যু সংবাদ জনমানসে আতঙ্কের সৃষ্টি করতে পারে বলে মনে করছে অনেকেই।

ad2

সম্পর্কিত খবর