বাংলা হান্ট ডেস্কঃ প্রয়াত নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) মা (Mother) হীরাবেন মোদী (Heeraben Modi)। মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল ১০০ বছর। শুক্রবার সকালে আমেদাবাদের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হীরাবেন। মৃত্যুশোকে কাতর প্রধানমন্ত্রী মাকে শেষ বারের জন্য দেখতে ছুটলেন গুজরাট।
শ্বাসকষ্টজনিত কারণে ৩ দিন সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি থাকার পর জীবনযুদ্ধে পরাজিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদী। আমেদাবাদের (Ahmedabad) ইউএন মেহতা হাসপাতালে ভর্তি ছিলেন তিঁনি। বৃহস্পতিবার চিকিৎসায় কিছুটা সাড়াও দিচ্ছিলেন হীরাবেন। উন্নতি হয়েছিল শারীরিক অবস্থার। তবে আজ সব আশার অবসান ঘটিয়ে কখনো না ফেরার দেশে প্রধানমন্ত্রীর মা।
প্রসঙ্গত, গত জুন মাসেই ১০০ বছরে পা রেখেছিলেন প্রধানমন্ত্রীর মা প্রধানমন্ত্রী হীরাবেন মোদী। সেই সময়ে প্রধানমন্ত্রী মায়ের সঙ্গে দেখা করতে গান্ধীনগরে গিয়েছিলেন। সেখানে মায়ের কাছ থেকে আশীর্বাদ নেওয়ার ছবিও পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। হীরাবেনের প্রয়ানে শোকাহত গোটা দেশ।
সেইসাথেই সম্ভবত কলকাতায় আসবেন না প্রধানমন্ত্রী। বছর শেষে কলকাতায় এসে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন সহ নানা সরকারি কর্মসূচীর পরিকল্পনা ছিল তাঁর। তবে সূত্রের খবর, আপাতত ভিডিয়ো কনফারেন্সে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস, জোকা-তারাতলা মেট্রোর মতো প্রকল্পের উদ্বোধন করবেন তিঁনি।