বাংলা হান্ট ডেস্কঃ প্রয়াত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদী। শুক্রবার সকালে আমেদাবাদের এক হাসপাতালে শেষ নিঃস্বাস ত্যাগ করেন তিঁনি। তাঁর মৃত্যুকালীন বয়স হয়েছিল ১০০ বছর।
PM Narendra Modi’s Mother Dead Live Updates:
মায়ের মৃত্যুর খবর পেয়ে শুক্রবার সকালেই আমেদাবাদে পৌঁছলেন প্রধানমন্ত্রী।
সকাল ৮ টা নাগাদ আমেদাবাদ বিমানবন্দরে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
অন্যদিকে গান্ধীনগরে মোদীর বাড়িতে ক্রমাগতই বাড়ছে ভীড়। উপস্থিত প্রধানমন্ত্রীর ভাই সোমাভাই মোদী সহ অন্যান্য আত্মীয়রা। হীরাবেনের দেহ সেখানেই নিয়ে যাওয়া হবে বলে সূত্রের খবর।
Gandhinagar, Gujarat | PM Modi’s brother Somabhai Modi and other family members arrive at the residence of Heeraben Modi, mother of PM Modi, who passed away at the age of 100. pic.twitter.com/lrVHT4y05D
— ANI (@ANI) December 30, 2022
30 Dec 2022 07:41 AM
প্রধানমন্ত্রীর মায়ের প্রয়ানে শোকবার্তায় ছেয়ে গেছে সোশ্যাল মিডিয়া।
শোক প্রকাশ গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং সহ অন্যান্য রাজনৈতিক ব্যাক্তিত্বের।
Gujarat Chief Minister Bhupendra Patel expresses grief over the demise of Prime Minister Narendra Modi’s mother Heeraben Modi. pic.twitter.com/343tMLoHpu
— ANI (@ANI) December 30, 2022
30 Dec 2022 07:39 AM
আজ কলকাতার অনুষ্ঠানে ভার্চুয়ালি দেবেন মোদী।
মায়ের মৃত্যুর কারণে এদিনের কলকাতা সফর আপাতত স্থগিত প্রধানমন্ত্রীর। তবে সব কর্মসূচি সম্পন্ন হবে সময় অনুযায়ীই। প্রধানমন্ত্রী দফতর সূত্রে জানানো হয়েছে, আমেদাবাদ থেকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে সে সব কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত আজ শুক্রবার বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ও জোকা মেট্রো উদ্বোধন করার পাশাপাশি একাধিক সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ করার কথা ছিল প্রধানমন্ত্রীর।
PM @narendramodi will join today’s scheduled programmes in West Bengal via video conferencing. These programmes include the launch of key connectivity related projects and the meeting of the National Ganga Council. https://t.co/eqOSpQcFZe
— PMO India (@PMOIndia) December 30, 2022
জানিয়ে রাখি, ৩ দিন শ্বাসকষ্টজনিত কারণে হাসপাতালে ভর্তি থাকার পর শুক্রবার সকালে প্রয়াত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদী।