রাতারাতি আসেনি কৃষি আইন, ২০ বছর ধরে এই আইন নিয়ে চর্চা চলছেঃ প্রধানমন্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ কৃষি আইনের বিরুদ্ধে সিঙ্ঘু বর্ডারে কৃষকদের প্রদর্শনের আজ ২৩ দিন। আর এরমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) শুক্রবার মধ্যপ্রদেশের কৃষকদের সামনে নিজের বক্তব্য পেশ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, কিছুদিন আগে দেশে কৃষকদের স্বার্থে যেই আইন আনা হয়েছে, সেটা নিয়ে অনেক চর্চা চলছে। এই আইন রাতারাতি আসেনি। গত ২০-২২ বছর ধরে প্রতিটি সরকার এই আইন নিয়ে অনেক আলোচনা করেছে।

প্রধানমন্ত্রী বলেন, কৃষকদের সেই সব দাবিকে পূরণ করা হবে, যেটা বছরের পর বছর ধরে আটকে ছিল। কৃষকদের জন্য যেই নতুন আইন বানানো হয়েছে। সেটা নিয়ে বিগত দুই দশক ধরে কেন্দ্র সরকার আর রাজ্য সরকারের মধ্যে আলোচনা হচ্ছিল।

   

প্রধানমন্ত্রী মোদী বলেন, গত ছয় বছর ধরে আমাদের সরকার কৃষকদের প্রতিটি প্রয়োজনকে মাথায় রেখে কাজ করেছে। বিগত কয়েকদিন ধরে কৃষকদের জন্য যেই আইন বানানো হয়েছে, সেটার অনেক চর্চা চলছে। এই আইন রাতারাতি বানানো হয়নি।

প্রধানমন্ত্রী বলেন, বিগত ২০-২২ বছর ধরে প্রতিটি সরকার এই আইন নিয়ে ব্যপক চর্চা করেছে। কম-বেশি সমস্ত সংগঠন এই আইন নিয়ে পরামর্শ দিয়েছে। দেশের কৃষক, কৃষক সংগঠন, কৃষি এক্সপার্ট, কৃষি অর্থশাস্ত্রী, কৃষি বৈজ্ঞানিকরা কৃষি ক্ষেত্রে সংশোধনের দাবি করে আসছে।

তিনি বলেন, নতুন আইনে একটি মণ্ডি বন্ধ হয়নি। তাহলে কেনও এরকম ভুয়ো খবর ছড়ানো হচ্ছে? প্রকৃত সত্য হল আমাদের সরকার APMC কে আধুনিক বানাতে, কম্পিউটারাইজেশন করতে ৫০০ কোটির বেশি খরচ করেছে। তাহলে APMC বন্ধ করার কথা কোথা থেকে আসছে?

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর