বাংলায় এবার মোদী-শাহের মেগা শো! জুনে বড় অভিযানে নামছে BJP, রাজ্য জুড়ে শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election), আর বছর ঘুরলেই লোকসভা (Loksabha Election)। সর্বত্র বেজে গিয়েছে ভোটের দামামা। এরই মধ্যে এবার বাংলায় পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। সূত্রের খবর, আগামী মাস অর্থাৎ জুনেই রাজ্য সফরে এসে বঙ্গ বিজেপির (BJP) একাধিক কর্মসূচিতে যোগ দেবেন তিনি৷

বিজেপি সূত্রে খবর, ভোট পূর্বে আগামী মাসে তিনটি বড় জনসভা হবে রাজ্য জুড়ে৷ সেই জনসভাতে যোগ দিতে বঙ্গে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ও জে পি নাড্ডা। ভোটের আগে দলকে চাঙ্গা করতে এই তাবড় নেতাদের হাজির করানোর পরিকল্পনাই নিয়েছে বঙ্গ বিজেপি।

পঞ্চায়েত ভোটকে হাতিয়ার করে জনসংযোগ গড়ে তুলতে একেবারে বাড়ি বাড়ি প্রচারে নামবে বিজেপি। সূত্রের খবর এমনটাই। মোদী সরকারের ৯ বছর পূর্তিতে একাধিক কর্মসূচীর মাধ্যমে গেরুয়া দলের কাজের খতিয়ান তুলে ধরতে মানুষের দুয়ারে পৌঁছে যাবেন বিজেপি নেতারা। আগামী ২১ থেকে ৩০ জুন বাড়ি বাড়ি জনসংযোগ কর্মসূচি চলবে বলে বিজেপি সূত্রে খবর।

মোদী, শাহের সফর প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) সাংবাদিক বৈঠক করে বলেন, ‘আমরা আমাদের রাজ্যে ৩টি সভা করার প্রস্তাব দিয়েছি৷ ওইসব সভা হবে উত্তরবঙ্গ, মধ্যবঙ্গ ও দক্ষিণবঙ্গে৷ ওই তিন সভায় থাকবেন নরেন্দ্র মোদী, জে পি নাড্ডা ও অমিত শাহ।

Untitled design 37 4

পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রচারে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল, বিহারের উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদী, ধর্মেন্দ্র প্রধান, স্মৃতি ইরানিরও আসার কথা জানিয়েছেন সুকান্ত মজুমদার। তবে জনসভার দিনক্ষণ ও স্থান কোনও টাই এখনও স্থির করা হয়নি।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর