ভারতের পরিবহণ ব্যবস্থায় আসবে নয়া বিপ্লব, ১০০ লক্ষ কোটির ”গতিশক্তি” প্রকল্পের ঘোষণা প্রধানমন্ত্রীর

বাংলাহান্ট ডেস্কঃ প্রতি বছরের ন্যায় এবারও স্বাধীনতা দিবসে (indipendence day) লালাকেল্লা থেকে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi)। সেখানে দাঁড়িয়েই দেশের পরিবহণ ব্যবস্থা প্রসঙ্গে করলেন এক বড়সড় ঘোষণাও। ১০০ লক্ষ কোটি টাকারও বেশি খরচের মাধ্যমে ‘প্রধানমন্ত্রী গতিশক্তি’ প্রকল্পের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী মোদী। যার ফলে দেশের পরিকাঠামো উন্নত হওয়ার পাশাপাশি, উন্মুক্ত হবে রোজগারের পথও।

এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘গত ৭ বছরে আমাদের দেশ অনেকটাই এগিয়ে গিয়েছে, আগের তুলনায় আমরাও অনেকটাই এগিয়ে গিয়েছি। পূর্ণতার দিকে আমাদের আরও এগিয়ে যেতে হবে। গ্রামে রাস্তা, মানুষের স্বাস্থ্য কার্ড, উজ্জ্বলার সংযোগ, ব্যাংক অ্যাকাউন্ট সবকিছুই ১০০ শতাংশ সম্পূর্ণ করতে হবে’।

   

vcvcv

‘প্রধানমন্ত্রী গতিশক্তি’ প্রকল্পের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘পরিবহণ ব্যবস্থায় উন্নতি করলেও, দেশের উন্নয়নের উন্নতি সম্ভব। এই পরিবহণ ব্যবস্থার হাত ধরেই দেশে শিল্পের আগমন হবে, গড়ে উঠবে নতুন ভারতের ভিত্তি। মূলত রাস্তা, রেললাইন, বিমান পরিষেবার উন্নয়নের জন্য প্রায় ১০০ লক্ষ কোটি টাকারও বেশি খরচ করা হবে’।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘দেশের এই ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আগামী ৭৫ সপ্তাহে ৭৫ টি বন্দে ভারত ট্রেন দেশের প্রতিটি কোণকে এক করে দেবে। নতুন বিমানবন্দর তৈরির মধ্যে দিয়ে, দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে উড়ান যোজনা। ”প্রধানমন্ত্রী গতিশক্তি” প্রকল্পের মধ্যে দিয়ে দেশে রোগজারের পথও খুলে যাবে। কর্মসংস্থান পাবেন দেশের লক্ষ লক্ষ যুবক। ভবিষ্যতের পথের বাঁধা সরিয়ে, নতুন ভারতের পরিকাঠামো নির্মাণের শক্তি হবে’।

ad2
Avatar
Smita Hari

সম্পর্কিত খবর