না চাইতেই ৫০০ কোটি পেল ওড়িশা, ক্ষয়ক্ষতি যাচাইয়ের পর বাংলা-ঝাড়খণ্ডকে ৫০০ কোটি দেবে কেন্দ্র

বাংলাহান্ট ডেস্কঃ ঘূর্ণিঝড় ইয়াস (cyclone yaas) পরবর্তীতে শুক্রবার আকাশপথে বিপর্যস্ত এলাকা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi)। আকাশপথেই বাংলা এবং ওড়িশার সমস্ত বিপর্যস্ত এলাকা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এর পরবর্তীতে প্রধানমন্ত্রী দিল্লী ফিরে যেতেই প্রধানমন্ত্রী দপ্তর থেকে ঘোষণা করা হয়- ইয়াসে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখে বাংলা সহ ক্ষতিগ্রস্থ ৩ রাজ্যকে ১ হাজার কোটি টাকা সাহায্য করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী দিল্লী ফিরে যেতেই ঘোষণা করা হল, বাংলা সহ ক্ষতিগ্রস্থ ৩ রাজ্য- ওড়িশা, ঝাড়খণ্ড ও বাংলাকে ১ হাজার কোটি টাকা সাহায্য করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এই বিপর্যয়ে ওড়িশা বেশি ক্ষতিগ্রস্থ হওয়ায় ৫০০ কোটি টাকা দেওয়া হবে ওড়িশাকে এবং বাকি ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে বাংলা ও ঝাড়খণ্ডের জন্য।

পূর্বেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee) জানিয়েছিলেন, তিনি যোগ দেবেন না প্রধানমন্ত্রীর ডাকা রিভিউ বৈঠকে। প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ান ইস্টু ওয়ান বৈঠক করতে চান তিনি। সেইমতই রাজ্যপাল জগদীপ ধনখড়, কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরা সকলেই রিভিউ মিটিংয়ে থাকলেও, সেই বৈঠকে থাকেন নি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

সেইমতই ঠিক হয় ১৫ মিনিট প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী একান্তে বৈঠক করবেন। কিন্তু মাত্র ৫ মিনিটের মধ্যেই মুখ্যমন্ত্রী বাংলার ক্ষয়ক্ষতির পরিমাণ বুঝিয়ে দিয়ে, সুন্দরবন এবং দিঘাকে নতুন করে সাজিয়ে তুলতে মোট ২০ হাজার কোটি টাকার প্যাকেজ দাবি করেছিলেন। তবে তাঁর সংশয় ছিল, তিনি বলার পরও কেন্দ্র ঠিক কতটা সাহায্য করবে বাংলাকে! এরপরই প্রধানমন্ত্রী ফিরে যেতেই প্রধানমন্ত্রী দপ্তর থেকে এই ঘোষণা করা হয়।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর