সোনার স্বপ্ন শেষ হলেও সামনে কঠিন ম্যাচ, অলিম্পিকে পুরুষ হকি দলকে উজ্জীবিত করতে আবেগি বার্তা প্রধান মন্ত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ ১৯৮০ সালের পর ৪১ বছর বাদে ফের একবার স্বর্ণ অথবা রৌপ্য পদকের হাতছানি ছিল ভারতীয় হকি দলের কাছে। কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন বেলজিয়ামের বিরুদ্ধে লড়াইটা শুরু থেকেই ছিল ভীষণ কঠিন। প্রথমে ২-১ গোলে এগিয়ে গেলেও পরবর্তী ক্ষেত্রে পিছিয়ে পড়তে থাকে ভারত। শেষ পর্যন্ত আলেকজান্ডার হেনরিক্সের দুর্দান্ত হ্যাটট্রিকের সৌজন্যে ম্যাচ জিতে নেয় বেলজিয়াম। স্কোরলাইন দাঁড়ায় ৫-২।

অলিম্পিকে ভারত শেষবার সেমি ফাইনাল খেলেছিল ১৯৭২ সালে। সেবার পাকিস্তানের বিরুদ্ধে ২-০ গোলে হেরে যায় ভারতীয় দল। এরপর ১৯৮০ সালে দলের সংখ্যা কম থাকায় সেমিফাইনাল খেলতে হয়নি যদিও, তবে সেবার স্বর্ণপদক জয় করে ঘরে ফিরেছিল ভারত। এবার সোনার স্বপ্ন শেষ হয়ে গেল ঠিকই। তবে ব্রোঞ্জ পদকের জন্য এখনও লড়াই করতে পারবে ভারত। আর সেই জন্য দরকার হার না মানা মানসিকতা।

একথা মাথায় রেখেই ভারতীয় দলকে শুভেচ্ছাবার্তা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi), ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur) এবং প্রাক্তন ক্রীড়া মন্ত্রী কিরন রিজ্জু (Kiren rijiju)। আজ প্রধানমন্ত্রী তার শুভেচ্ছা বার্তায় লেখেন, “হার জিত জীবনের অভিন্ন অঙ্গ, ২০২০ টোকিও অলিম্পিকে ভারতীয় পুরুষ হকি দল নিজেদের সেরাটা উপহার দিয়েছে আর সেটাই সবচেয়ে বড় কথা। গোটা দলকে তাদের আগামী ম্যাচের জন্য এবং ভবিষ্যৎ জীবনের জন্য হার্দিক শুভকামনা জানাই। সারা ভারত তার প্রত্যেক খেলোয়াড়দের জন্য গর্ববোধ করে।”

ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর লেখেন, “বয়েজ, তোমরা দারুন খেলেছো, তোমরা তোমাদের সেরাটা উপহার দিয়েছে। আমরা সব সময় তোমাদের সাথে আছি। তোমাদের সামনে এখনও একটা ম্যাচ রয়েছে। আমরা টিম ইন্ডিয়া এবং আমরা হারতে শিখিনি।” একই ভাবে খেলোয়াড়দের উজ্জীবিত করেছেন প্রাক্তন ক্রীড়া মন্ত্রী তথা বর্তমান আইনমন্ত্রী কিরন রিজ্জুও। আজ তিনি টুইটারে লেখেন,”বয়েজ দুঃখ করো না, তোমরা সারা ভারতকে গৌরবান্বিত করেছ। তোমরা এখনো অলিম্পিক পদক ঘরে নিয়ে আসতে পারো। ব্রোঞ্জ পদকের ম্যাচ এভাবেই তোমাদের সেরাটা দিও।”

 


Abhirup Das

সম্পর্কিত খবর