করোনার দোসর! ‘প্রতীকী কুম্ভমেলা’ পালনের আর্জি প্রধানমন্ত্রীর, সাড়া মিলল সাধুদের

বাংলাহান্ট ডেস্কঃ দেশে করোনার (Corona) দ্বিতীয় ঢেউয়ে তৈরি হয়েছে সংকটজনক পরিস্থিতি। একেরপর এক রেকর্ড ভেঙে মারণ ভাইরাস ক্রমশ ঊর্ধ্বমুখী। এমন পরিস্থিতি হরিদ্বারে বসেছে কুম্ভমেলার (Kumbh Mela) আসর। দলে দলে ভক্তরা করোনা বিধি উপেক্ষা করে যোগ দিচ্ছেন শাহি স্নানে। সেখানেই উঠছে নানান প্রশ্ন। একদিকে যেখানে করোনা সংক্রমণে রাশ টানতে একাধিক রাজ্যে কারফিউ থেকে লকডাউন (Lockdown) পর্যন্ত জারি হচ্ছে, সেখানে কুম্ভমেলার লাগামছাড়া ভিড় থেকে উঠে আসা করোনা আক্রান্তের খবর এখন দেশজুড়ে চর্চিত।

এবার তা নিয়ে নীরবতা ভাঙলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। নিজের মৌনতা ভেঙে তাঁর আর্জি এবারের কুম্ভমেলা প্রতীকী (Symbolic Kumbh Mela) রূপে পালন করা উচিত বলে। এনিয়ে জুনা আখড়ার স্বামী অওধেশানন্দের সঙ্গে ফোনালাপ সারলেন প্রধানমন্ত্রী। তারপরই করোনা সংকটের কথা মাথায় রেখে আজ অর্থাৎ শনিবার টুইট করে তিনি লেখেন, ‘আচার্য স্বামী অওধেশানন্দের সঙ্গে কথা বলেছি। সব সাধু সন্তদের স্বাস্থ্যের খবর নিয়েছি। তাঁরা সকলেই প্রশাসনকে সহযোগিতা করছেন।’ তারপরই তিনি লেখেন, ‘করোনা সংকটের কথা মাথায় রেখে অনুরোধ জানিয়েছি, কুম্বমেলা আপাতত প্রতীকী হিসাবে উদযাপনের জন্য, যা এই সংকটের মোকাবিলায় আমাদের শক্তি যোগাবে’।

প্রধানমন্ত্রীর এহেন আর্জি তে সম্মতি জানিয়ে স্বামী অওধেশানন্দও টুইট করেন। তিনি লেখেন, ‘প্রধানমন্ত্রীর আর্জিকে সম্মান জানাচ্ছি, মানুষজনকে অনুরোধ করছি, করোনা পরিস্থিতিতে বিপুল সংখ্যায় শাহি স্নান করতে না আসতে।’ সবাইকে করোনা বিধিনিষেধ মেনে চলার আবেদন করেন তিনি। উল্লেখ্য, গত এক সপ্তাহে কুম্ভমেলায় প্রায় ২ হাজার জন করোনা আক্রান্ত হয়েছেন এবং ৩০ জন সাধুরও কোভিড পজিটিভ। তদুপরি সেখানে করোনার আচরণ বিধিকে থোড়ায় কেয়ার করে দুবার শাহি স্নানে সামিল হয়েছেন অনেকেই। তারপরই দেশজুড়ে শুরু হয়ে যায় তুমুল সমালোচনা। অনেকেই গত বছরের দিল্লির নিজামউদ্দিন মার্কাজের সঙ্গে এবারের কুম্ভমেলার তুলনা টেনে আনছেন।

তবে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তীরথ সিং রাওয়াত (Tirath Singh Rawat) অবশ্য যুক্তি দিয়ে জানিয়েছেন, ‘দিল্লির নিজামউদ্দিন মার্কাজে বন্ধ ঘরের মধ্যে জড়ো হয়েছিলেন অনেকে। কেউ জানতো না যে সেখানে কি ঘটছে, সেই তুলনায় এখানে খোলা আকাশের নীচে কুম্ভমেলা চলছে। আর তাছাড়া দিল্লির নিজামউদ্দিনে যারা জড়ো হয়েছিলেন, তাঁরা বাইরের লোক, আর কুম্ভমেলায় সকলে নিজের লোক’। পাশাপাশি তিনি এও মন্তব্য করেন, ‘স্বাস্থ্য গুরুত্বপূর্ণ হলেও ধর্মকে অবহেলা করা যায়না।’

সম্পর্কিত খবর