বিনামূল্যে রেশন, বিদ্যুতের বিল হবে শূন্য! ভোটের মুখে বালুরঘাট থেকে বিরাট ঘোষণা প্রধানমন্ত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে প্রথম দফার নির্বাচনের আগে বালুরঘাট এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) সমর্থনে সভা করছেন তিনি। বালুরঘাটের পর রায়গঞ্জ যাবেন মোদী। সেখানে পদ্ম প্রার্থী (BJP) কার্তিক পালের সমর্থনে জনসভা করার কথা আছে তাঁর।

আজ বালুরঘাটের (Balurghat) সভামঞ্চে ভাষণ রাখার আগে প্রথমে বোল্লা কালীকে প্রণাম জানান প্রধানমন্ত্রী। মোদী বলেন, ‘এই প্রথম রামনবমীতে অযোধ্যায় রাম লালা বিরাজমান। তৃণমূল কংগ্রেস এখানে এই উৎসব বন্ধ করার চেষ্টা করছে। তবে সত্যের জয় হবেই’।

আজকের সভা থেকে ফের ‘৪০০ পারে’র ডাক দেন মোদী। সেই সঙ্গেই সাধারণ মানুষের বিদ্যুতের বিল নিয়ে বড় আশ্বাস দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বিজেপি সৌরবিদ্যুতের ব্যবস্থা করবে। এর ফলে ইলেকট্রিক বিল হবে শূন্য। একইসঙ্গে আগামী ৫ বছর ফ্রি-তে রেশন দেওয়ার কথাও ঘোষণা করেন মোদী। দেশের সকল মানুষ সিলিন্ডার, বাড়ির সুবিধা পাবেন বলেও ঘোষণা করেন মোদী।

আরও পড়ুনঃ তীব্র গরমে পুড়ছে বাংলা! নাজেহাল রাজ্যবাসী, আচমকা নবান্নে বৈঠক কেন ডাকলেন মুখ্যসচিব?

বালুরঘাটের সভামঞ্চে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলেন, এখানে জনজাতির সংখ্যা অনেক বেশি। সেই কারণে তৃণমূল এবং বাম সরকার ইচ্ছা করে এই জায়গাকে উন্নয়ন থেকে বঞ্চিত করেছে। ভালো হাসপাতাল, যুব সম্প্রদায়ের জন্য কর্মসংস্থানের সুযোগ দেয়নি। এরপরেই বিজেপি বালুরঘাটের উন্নয়নের জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করেছে সেকথা বলেন মোদী। আগামী দিনে এখানে বন্দে ভারতের মতো ট্রেন চলবে, জাতীয় সড়ক হবে, আশ্বাস দেন তিনি।

আজকের সভা থেকেও সন্দেশখালির ঘটনা নিয়ে সুর চড়াতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। তৃণমূলকে ‘তোলাবাজ’, ‘ভ্রষ্টাচারীর আড্ডা’ বলে আক্রমণ করেন তিনি। মোদী বলেন, বালুরঘাটে বুথ সভাপতির হত্যা করা হয়েছে। সন্দেশখালির মহিলাদের ওপর কতখানি নির্মম অত্যাচার হয়েছে তা গোটা দেশ দেখেছে। তৃণমূল কীভাবে অপরাধীদের আড়াল করার চেষ্টা করেছে সেটাও সবাই দেখেছে বলে মন্তব্য করেন তিনি।

narendra modi balurghat rally

তৃণমূলকে ‘শাস্তি’ দিতে পদ্মে ভোট দেওয়ার ডাক দেন প্রধানমন্ত্রী। পিএম মোদী বলেন, ‘তৃণমূল নেতাদের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়। কেন্দ্রীয় বাহিনী যদি নিজেদের কাজে যায় তাহলে তাঁদের বাধার সম্মুখীন হতে হয়। আগামী ২৬ এপ্রিল পদ্ম বোতাম টিপে তৃণমূলকে শাস্তি দেওয়ার সুযোগ রয়েছে’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর