মোদীর জন্মদিন উড়বে মোদীর ছবিওয়ালা ঘুড়ি, জন্মদিন ঘিরে সাজো সাজো রব

 

অমিত সরকার: প্রধানমন্ত্রীকে ট্যুইট করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী৷ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ট্যুইটারে লেখেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে হ্যাপি বার্থডে! তাঁর সুস্বাস্থ্য ও খুশি কামনা করি৷’

কি দেখেছেন! এটা এবছরের নয় আগের বছরের শুভেচ্ছা বার্তা।এছাড়াও বারাণসীতে একটি প্রাইমারি স্কুল ছাত্রদের সঙ্গেই জন্মদিন উপভোগ করছেন মোদি৷ মোদির জন্মদিনে টুইটারে ভারতীয় ট্রেন্ডিংও ছিল #HappyBdayPMModi ও #HappyBirthDayPM৷ প্রধানমন্ত্রীর জন্মদিনে আস্ত ব্লগ লিখে ফেলেছেন বিজেপি সভাপতি অমিত শাহ৷ ব্লগের শীর্ষক হল, ‘The Modi I know: The PM thinks big and is an institution builder par excellence’৷

কিন্তু এবার পাল্টে যাচ্ছে মোদির জন্মদিন পালনের প্রক্রিয়া।আকাশে উড়বে প্রধানমন্ত্রী মোদীর ছবি দেওয়া ঘুড়ি। জনতাকে কমলাভোগ খাইয়ে প্রধানমন্ত্রীর জন্মদিনের আনন্দে মাতবেন গেরুয়া সমর্থকরা। রবিবার দক্ষিণ কলকাতার জগুবাবুর বাজার এলাকায় পাঁচশোরও বেশি ছোট ছেলেদের হাতে প্রধানমন্ত্রীর ছবি দেওয়া ঘুড়ি তুলে দিলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা।

modi 1502010874

 

ঘুড়িতে লেখা রয়েছে – চৌকিদার নরেন্দ্র মোদী। অবশ্য সেবা শপথ সপ্তাহে এটি জনসংযোগ অভিযানের অঙ্গ হলেও, বাংলায় আবার তার পরের দিনই বিশ্বকর্মা পুজো। তাই তাকে কেন্দ্র করেও এই ঘুড়ি বিতরণের কর্মসূচি পালন করছেন বঙ্গ বিজেপির নেতারা।

আগামী ১৭ তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মদীর জন্মদিন। ওই দিন দেশজুড়ে জনসংযোগে জোর দিতে একগুচ্ছ কর্মসূচি নিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। ওই দিন থেকে শুরু হচ্ছে সেবা শপথ সপ্তাহ।


সম্পর্কিত খবর