‘বাংলার প্রতি ঘৃণায় ভর্তি…’! তৃণমূলের হাতে আর একটাই অস্ত্র আছে! কী সেটা? বোমা ফাটালেন মোদী

বাংলা হান্ট ডেস্কঃ বাকি মাত্র আর একদফার ভোট। আগামী ১ জুন বাংলার ৯টি আসনে নির্বাচন হলেই সম্পন্ন হবে চব্বিশের লোকসভা ভোট। শেষ দফার আগে বাংলায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। মঙ্গলবার কলকাতার বুকে একটি বর্ণাঢ্য রোড শো করেন তিনি। বুধবার ডায়মন্ড হারবার, মথুরাপুর এবং জয়নগরের পদ্ম প্রার্থীদের সমর্থনে একটি জনসভায় যোগ দেন পিএম।

এদিন কাকদ্বীপের জনসভা থেকে তৃণমূলকে (Trinamool Congress) কড়া ভাষায় আক্রমণ শানান প্রধানমন্ত্রী। দাবি করেন, এখন তৃণমূলের হাতে আর একটাই ‘অস্ত্র’ রয়েছে। সেটা হল ‘এটা হতে দেব না’। মোদীর কথায়, ‘তৃণমূল এবং ইন্ডি জামাতের সদস্য়রা বাংল্কে উল্টো পথে নিয়ে যাচ্ছে। BJP-র প্রতি এখানকার মানুষদের ভালোবাসা TMC-র সহ্য হচ্ছে না। সেই কারণে ভয়ে কাণ্ডজ্ঞানহীন হয়ে গিয়েছে তৃণমূল। কী সব কথা বলছে! বাংলার প্রতি ঘৃণায় ভর্তি তৃণমূল কংগ্রেসের কাছে আর একটাই হাতিয়ার রয়েছে, ‘এটা হতে দেব না’। মোদী উন্নয়নের যে কাজই করে তৃণমূল কংগ্রেস বলে ‘এটা হতে দেব না’।

   

এরপর রাজ্যের শাসকদলের বিরুদ্ধে সুর চড়িয়ে প্রধানমন্ত্রী বলেন, তাঁরা মহিলাদের নিরাপত্তার জন্য হেল্পলাইন তৈরি করেছেন, তৃণমূল (TMC) সেটা হতে দেবে না বলেছে। দেশের সকল মহিলাদের উজ্জ্বলা সিলিন্ডার দেওয়া হচ্ছে। অথচ পশ্চিমবঙ্গ সরকার লক্ষ লক্ষ আবেদনপত্র ঝুলিয়ে রেখেছে। এখানেও তৃণমূল হতে দেবে না বলছে। বাংলায় আয়ুষ্মান যোজনা চালু হওয়ার পথেও তৃণমূল বাধা হয়ে দাঁড়াচ্ছে বলে দাবি করেন তিনি।

আরও পড়ুনঃ আদর্শ ‘নেতা’! জমি বাড়ি কিছুই নেই, BJP প্রার্থী তাপস রায়ের সম্পত্তির পরিমাণ অবাক করতে বাধ্য

আজকের সভা থেকে কাটমানি নিয়েও তৃণমূলকে একহাত নেন মোদী। পিএম বলেন, ‘এই অঞ্চলে অদী ভাঙন রোখার জন্য আমাদের সরকারের তরফ থেকে টাকা পাঠানো হয়। সেই টাকা তৃণমূল কংগ্রেস খেয়ে নিয়েছে। এদের একটাই উদ্দেশ্য, এদের সবকিছুতে কাটমানি চাই। গরিবদের রেশন, শিশুদের মিড ডে মিলে, প্রধানমন্ত্রী আবাসেও এদের কাটমানি চাই’।

narendra modi

উল্লেখ্য, আগামী শনিবার তথা ১ জুন রাজ্যে সপ্তম তথা শেষ দফার নির্বাচন। ডায়মন্ড হারবার, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা সহ মোট ৯টি কেন্দ্রে ভোট রয়েছে সেদিন। গতবার প্রত্যেকটি আসনে তৃণমূল জয়ী হয়েছিল। তবে এবার সেই আসনগুলি জোড়াফুলের থেকে ছিনিয়ে নিতে মরিয়ে গেরুয়া শিবির।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর