ঢেলে সাজানো হবে ৫০৮টি রেল স্টেশনকে! শিলান্যাস মোদির, ভারতের উজ্জ্বল ভবিষ্যতের প্রতীক বলে দাবি নমোর

বাংলা হান্ট ডেস্ক : সারা দেশে অমৃত ভারত স্টেশন (Amrit Bharat Station) স্কিমে নির্বাচিত হয়েছে ৫০৮ রেল স্টেশন। তার মধ্যে উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের মোট ৯টি রেলস্টেশন অমৃত ভারত স্টেশন স্কিমে নির্বাচিত হয়েছে। স্টেশনগুলি হল-সামসী, কালিয়াগঞ্জ, রাধিকাপুর, বারসই, আলুয়াবাড়ি, ঠাকুরগঞ্জ, হলদিবাড়ি, কিশনগঞ্জ ও জলপাইগুড়ি।

কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার জানিয়েছেন, অমৃত ভারত স্টেশন স্কিমে নির্বাচিত হওয়া স্টেশনগুলির রবিবার সকাল ৯টার সময় ভার্চুয়ালি শিল্যান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অমৃত ভারত স্টেশনের শিল্যান্যাস উপলক্ষ্যে রবিবার সামসী স্টেশন কর্তৃপক্ষ এক জাঁকজমক অনুষ্ঠানের আয়োজন করেছে। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা এলাকার সাংসদ খগেন মুর্মু, বিধায়ক সমর মুখোপাধ্যায়, মালদার ডিএম, এসপি প্রমুখ।

   

রেলের অনুষ্ঠান মঞ্চ থেকে একযোগে বিরোধীদের তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী। মোদি (Narendra Modi) দাবি করেন, ‘কেন্দ্র সরকার ভোটব্যাংকের ঊর্ধ্বে উঠে উন্নয়নে প্রত্যয়ী। সেখানে বিরোধীরা নেতিবাচক রাজনীতি করছেন। না নিজেরা করবে, না অন্যদের করতে দেবে। এই চিন্তাভাবনা নিয়ে চলছে বিরোধীরা।’

nda modi

বিরোধীদের উদ্দেশে মোদি বলেন, ‘৭০ বছরে নিজেরা ওয়ার মেমোরিয়াল করেনি। কিন্তু ওয়ার মেমোরিয়াল তৈরি হওয়ার পর সমালোচনা করেছে। নতুন সংসদ ভবনের উদ্বোধনেরও বিরোধিতা করেছে। সর্দার প্যাটেলের মূর্তিরও সমালোচনা করেছে বিরোধীরা।’

এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে প্রধানমন্ত্রী দাবি করেন, আজ গোটা বিশ্বের নজর ভারতের দিকে। গোটা বিশ্বে ভারতের সম্মান বেড়েছে, বিশ্ববাসী ভারতকে সম্মানের চোখে দেখছে। এর দুটি কারণ। এক, ভারতবাসী প্রায় ৩০ বছর বাদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ সরকার এনেছে। দুই, সেই নিরঙ্কুশ সরকার ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে, যা কঠিন চ্যালেঞ্জের স্থায়ী সমাধানের পথে পদক্ষেপ।’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর