‘এরপর ওই পার থেকে গুলি আসলে, পাল্টা গোলা চলবে’, সেনাকে নির্দেশ নরেন্দ্র মোদির

Last Updated:

বাংলা হান্ট ডেস্কঃ চুপ করে বসে থাকবে না ভারত (India)। চোখের বদলে চোখ। ওরা গুলি চালালে, চলবে গোলা, সেনাকে বিরাট নির্দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi)। সরকারি সূত্রে জানা গিয়েছে, নমোর নির্দেশ, জঙ্গিদের মাটিতে মিশিয়ে দিতে হবে।

‘গুলি আসলে, পাল্টা গোলা চলবে’ -PM Narendra Modi

জঙ্গি ঘাঁটিতে ভারতের প্রত্যাঘাত নিয়ে তিনি বলেন, ‘এদেরকে আমরা মাটিতে মিশিয়ে দেব। ঘরে ঢুকে মারব বলেছিলাম। সেটা কাজেও করে দেখিয়েছি। বাহওয়ালপুর, মুরিদ, মুজাজাফ্ফরবাদকে মাটির সঙ্গে মিলিয়ে দিয়েছি। মোদির হুঙ্কার, ‘এরপর যদি ওই পার থেকে গুলি আসে, তাহলে এবার গোলা চলবে।’

পিটিআই সূত্রে খবর, নমো বলেছেন, ‘ওয়াহান সে গোলি চলেগি, তো ইয়াহান সে গোলা চলেগি।’ সেনা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ, পাকিস্তানের প্রতিটি পদক্ষেপের প্রতি ভারতের প্রতিক্রিয়া আরও জোরালো হবে।

আরও পড়ুন: ‘নিজেরাই মেরেছে’, পহেলগাঁও হামলা-অপারেশন সিঁদুরকে ‘প্রহসন’ তকমা দিয়ে বিপাকে তৃণমূল নেতা! উঠল গ্রেফতারের দাবি

সংবাদ সূত্রে খবর, এরপর পাকিস্তান ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন করলে প্রত্যাঘাত আরও জোড়ালো হবে বলে সেনাকে পূর্ণ স্বাধীনতা দিয়ে জানিয়ে দিয়েছেন সেনাপ্রধান। এদিকে অপারেশন সিঁদুর এখনও জারি বলে কালই খবর মিলেছিল। এবার বায়ুসেনা সাফ জানাল, অপারেশন সিঁদুর জারি রয়েছে।

ভিডিও দেখুন: https://www.youtube.com/live/UeV-MKPFA-8?si=PZMkhWg6paEXWUAl

এদিকে এদিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হুঙ্কার দিয়ে বলেন, ‘যতক্ষণ আমরা সন্ত্রাসবাদকে দমন না করতে পারব, ততক্ষণ এই সমস্যার সমাধান হবে না। সময় এসে গেছে। এখন আমাদের একসঙ্গে প্রধানমন্ত্রীর নেতৃ্ত্বে একজোট হতে হবে। সন্ত্রাসবাদীদের ভাষাতেই তাদের জবাব দিতে হবে। প্রস্তুত হতে হবে আমাদের।’ অপারেশন সিঁদুর পাকিস্তানকে উচিৎ জবাব দিয়েছে বলেও মন্তব্য করেন যোগী।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X