মোদীজি আপনি হৃদয় জয় করে নিয়েছেন” লিখেছিলেন কপিল দেব, জবাবে মন ছুঁয়ে যাওয়া কথা লিখলেন প্রধানমন্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ টোকিও অলিম্পিকে ভারত গত কয়েক দশকের সেরা পারফর্মেন্স উপহার দিয়েছে। এবার সাত-সাতটি পদক জয় করেছেন মীরাবাঈ, সিন্ধু, লাভলিনা, রবি কুমার, বজরং, নীরদ চোপড়ারা। ৪১ বছর বাদে পদক তালিকার নাম তুলেছে ভারতীয় হকি দলও। তারপরেই এই অলিম্পিয়ানদের সাথে আলাদাভাবে সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাদের উৎসাহিত করেছেন, দিয়েছেন বেশ কিছু জরুরী পরামর্শও। এই ঘটনায় রীতিমত খুশি গোটা ক্রীড়াজগৎ।

এর আগেই প্রধানমন্ত্রীর প্রশংসায় মেতে উঠেছিলেন প্রাক্তন ভারতীয় ক্রীড়াবিদ অঞ্জু ববি জর্জ। এবার ফের একবার প্রধানমন্ত্রীর এই আলাপচারিতা নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হলেন ভারতকে প্রথম বিশ্বকাপ এনে দেওয়া অধিনায়ক কপিল দেব। কপিলের নেতৃত্বে ১৯৮৩ সালে প্রথমবার ক্রিকেট বিশ্বকাপ জয় করেছিল ভারতীয় দল। কার্যত তারপর থেকেই ধীরে ধীরে ভারতে ক্রিকেটের এত জনপ্রিয়তা তৈরি হয়। এই আলাপচারিতায় প্রধানমন্ত্রী যেভাবে ক্রীড়াবিদদের উৎসাহিত করেছেন তা দেখে রীতিমতো খুশি কপিল। প্রধানমন্ত্রীর এই অলিম্পিয়ানদের উৎসাহদান নিয়ে একটি নিবন্ধও লিখেছেন তিনি। সেই নিবন্ধটি টুইট করেই তিনি লেখেন, “প্রিয় মোদীজি, আপনাকে অলিম্পিয়ানদের সাথে আলাপচারিতা করতে দেখে খুব ভালো লাগল। এটি প্রত্যেক খেলোয়াড়ের জন্য একটি সমন্বয় স্থাপন করবে। আজ আপনি পুরো ক্রীড়া জগতের মন জয় করেছেন। জয় হিন্দ।”

   

কপিলের এই টুইটের জবাব দিয়েছেন প্রধানমন্ত্রীও। শচীন টেন্ডুলকারের মতো অনেকেই ক্রিকেট ব্যাট হাতে তুলে নিয়েছিলেন কপিলকে দেখে। সকলের স্বপ্ন ছিল একদিন তার মত বিশ্বকাপ ছুঁয়ে দেখার। সে কথা মাথায় রেখেই প্রধানমন্ত্রী লেখেন, “কপিল দেবজি, এই কথার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি সকল ক্রীড়া প্রেমীদের জন্য অনুপ্রেরণার উৎস। আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে ভারতীয় ক্রীড়া ভবিষ্যতে নতুন উচ্চতা অর্জন করবে।”

প্রসঙ্গত উল্লেখ্য অলিম্পিয়ানরা টোকিওতে লড়াই করার সময়ও তাদের সঙ্গে একাধিকবার বার্তালাপ করেছেন প্রধানমন্ত্রী মোদী। একদিকে যেমন ভারতীয় হকি দলকে পদক জয়ের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। অন্যদিকে খুব কাছ থেকে পদক ছুঁতে না পারা মহিলা হকি দলকেও উৎসাহ দান করেছেন। কথা বলেছেন ব্যক্তিগত ইভেন্টে পদক জেতা অলিম্পিয়ানদের সঙ্গেও। তার এই উৎসাহদান আগামী দিনে ক্রীড়াবিদদের আরও এগিয়ে নিয়ে যাবে বলেই মনে করছেন কপিল দেবের মত বিশ্বকাপজয়ী অধিনায়ক।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর