বাংলাকে ৫ ‘স্পেশ্যাল গ্যারান্টি’ মোদীর! ভোটের মধ্যেই চাপে ‘দিদি’? কী কী প্রতিশ্রুতি দিলেন?

বাংলা হান্ট ডেস্কঃ চতুর্থ দফার নির্বাচনের আগে রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী। শনিবারই বাংলায় চলে এসেছিলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। রাজভবনে রাত কাটিয়ে রবিবার সকালে অর্জুন সিংয়ের সমর্থনে ভাটপাড়ায় সভা করেন তিনি। সেই সভায় দাঁড়িয়ে বাংলাকে পাঁচটি গ্যারান্টি (Guarantee) দেন তিনি।

চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপির (BJP) অন্যতম ‘ট্যাগলাইন’ হল ‘মোদী কি গ্যারান্টি’ (Modi Ki Guarantee)। এই নিয়ে একাধিকবার গেরুয়া শিবিরকে নিশানাও করেছে তৃণমূল কংগ্রেস। তবে এদিন অর্জুনের সমর্থনে আয়োজিত সভায় বাংলাকে (West Bengal) পাঁচটি বিরাট গ্যারান্টি দিলেন প্রধানমন্ত্রী। ধর্মের ভিত্তিতে সংরক্ষণ না দেওয়া থেকে শুরু করে সিএএ আটকাতে না দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

   

আজ ভাটপাড়ার সভায় দাঁড়িয়ে বাংলার মানুষের উদ্দেশে মোদী যে পাঁচটি গ্যারান্টি দিয়েছেন তা হল- ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়া হবে না, SC, ST, OBC-দের সংরক্ষণ কেউ শেষ করতে পারবে না, রামনবমী পালনে কেউ আপনাকে বাধা দিতে পারবে না, রাম মন্দিরের ওপর সুপ্রিম কোর্টের রায়কে কেউ বদলাতে পারবে না এবং সিএএ আইনকে কেউ রদ করতে পারবে না।

আরও পড়ুনঃ সন্দেশখালি নিয়ে নতুন খেলা শুরু করেছে তৃণমূল! ‘ওদের গুণ্ডা মহিলাদের…’, বাংলায় দাঁড়িয়ে বিস্ফোরক মোদী

ভোটের আবহে বাংলার মানুষের উদ্দেশে প্রধানমন্ত্রীর দেওয়া এই পাঁচ গ্যারান্টি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা। এদিকে আজকের সভা থেকে বাংলার মানুষকে প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি রাজ্যের শাসক দল তৃণমূলকেও একহাত নিয়েছেন মোদী। সন্দেশখালি থেকে শুরু করে দুর্নীতি ইস্যু নিয়ে জোড়াফুল শিবিরকে তুলোধোনা করেছেন তিনি।

সন্দেশখালি নিয়ে এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘ওখানে কী হচ্ছে সেটা সম্পূর্ণ দেশ দেখছে। তৃণমূল কংগ্রেসের পুলিশ ওদের বাঁচিয়েছে। এখন নতুন খেলা শুরু করেছে। ওদের গুণ্ডা সন্দেশখালির বোনেদের ভয় দেখাচ্ছে। কারণ অত্যাচারীর নাম যে শেখ শাহজাহান। তৃণমূল ওকে ক্লিনচিট দিতে চায়’।

Narendra Modi five guarantee for West Bengal

অন্যদিকে দুর্নীতি প্রসঙ্গে মোদী বলেন, ‘এখানে ওএমআর শিট জ্বালিয়ে দেওয়া হয়েছে। ভুয়ো ইন্টারভিউ নেওয়া হয়েছে। তৃণমূল সরকারের জমানায় কেবলই দুর্নীতি হয়েছে। বাংলায় যে লুঠ হয়েছে, তার পাইপয়সার হিসেব নেব। কেউ ছাড় পাবে না। বাংলার ভুক্তভোগীদের আমি বলতে চাই, মোদী আছে। দুর্নীতিবাজদের কেউ ছাড় পাবে না’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর