ভারতীয় প্রধানমন্ত্রী পেলেন নাইজেরিয়ার সর্বোচ্চ সম্মান! উপহারে কী কী উঠল ঝুলিতে?

বাংলা হান্ট ডেস্ক: দেশে একাধিক রাজ্যে এখন নির্বাচনী মরশুম। এরইমাঝে ত্রিদেশীয় বিদেশ সফরে বেরিয়ে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এই সফরের প্রথম দিনেই তিনি হাজির হয়েছিলেন নাইজেরিয়ায়। প্রসঙ্গত দীর্ঘ ১৭ বছরে নরেন্দ্র মোদীই (Narendra Modi) হলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি পশ্চিম আফ্রিকার এই দেশটিতে সফরে গিয়েছেন।

উপহারে কী কী পেলেন মোদী (Narendra Modi)?

এদিন নাইজেরিয়াতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) সে দেশের সর্বোচ্চ সম্মান ‘গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অফ নাইজারে’ ভূষিত করা হয়েছে। ১৯৬৯ সালের পর নরেন্দ্র মোদীই প্রথম বিদেশী নেতা যাঁর হাতে তাঁরা এই পুরস্কার তুলে দিয়েছেন। । ভারত ও নাইজেরিয়া রবিবার গ্লোবাল সাউথের অগ্রাধিকার এবং উন্নয়নমূলক আকাঙ্ক্ষা পূরণে একসাথে কাজ করতে সম্মত হয়েছেন। শুল্ক বিষয়ক এবং সাংস্কৃতিক বিনিময়ে সহযোগিতার জন্য উভয় পক্ষের মধ্যে তিনটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এদিন ভারতীয় প্রধানমন্ত্রীকে নাইজেরিয়ায় ২১ গান স্যালুট-এর মাধ্যমে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। তারপর তিনি নাইজেরিয়ার রাষ্ট্রপতি বোলা আহমেদ টিনুবুর  সাথে একটি বৈঠক করেন। প্রতিরক্ষা, সুরক্ষা ও বাণিজ্য ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হয় তাঁদের। তাঁরা দুজনেই এদিন গ্লোবাল সাউথের উন্নয়নমূলক আকাঙ্ক্ষা পূরণে একসাথে কাজ করতে সম্মত হন।

প্রসঙ্গত এদিন মোদী নাইজেরিয়া পৌঁছানোর পরেই তাঁকে রাজধানী আবুজার চাবি উপহার দেওয়া হয়। বলা হয়, এই চাবির বিশেষ অর্থ রয়েছে। নাইজেরিয়ার জনগণের আস্থার প্রতীক মনে করা হয় এই চাবিকে। রাষ্ট্রনায়কচিত নেতৃত্ব এবং সম্পর্কের উন্নতির জন্য এই অনুষ্ঠানে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নাইজেরিয়ার জাতীয় পুরস্কারের ভূষিত করা হয়। ১৯৬৯ সালের পর মোদী প্রথম বিদেশী নেতা যাকে নাইজেরিয়ার এই সর্বোচ্চ সম্মান দেওয়া হল।

আরও পড়ুন: এবার SSKM! একসাথে ২০ টি ওষুধ খেয়ে হাসপাতালে জুনিয়র চিকিৎসক, তারপর যা হল…

প্রশংসাপত্রে উল্লেখ করা হয়েছে মোদির নেতৃত্বে ভারত বিশ্বের পাওয়ার হাউস হিসেবে স্থান পেয়েছে এবং তার প্রশাসন ঐক্য, শান্তি এবং অংশীদারিত্বমূলক সমৃদ্ধিকে উৎসাহিত করেছে। আন্তর্জাতিক মঞ্চ থেকে এই সম্মান পাওয়ার পর তা ভারত এবং নাইজেরিয়ার জনগণের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে উৎসর্গ করেছিলেন মোদি।

Narendra Modi

প্রসঙ্গত টেলিভিশনে সম্প্রচারিত উদ্বোধনী ভাষণে মোদী বলেছেন, ‘আমরা একসঙ্গে বিশ্ব মঞ্চে গ্লোবাল সাউথের অগ্রাধিকার তুলে ধরতে থাকব এবং আমাদের যৌথ প্রচেষ্টার মাধ্যমে সাফল্য আসবে।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর