বিশ্বের সবথেকে দীর্ঘতম ক্রুজের উদ্বোধন প্রধানমন্ত্রীর, ৫১ দিনের যাত্রার ভাড়া শুনলে মাথা ঘুরে যাবে

বাংলা হান্ট ডেস্ক : বারাণসী থেকে ডিব্রুগড় (Varanasi To Dirugarh)। ৫১ দিনের এই যাত্রাপথে পড়বে ৫০টিরও বেশি দর্শনীয় স্থাপত্য। মোট ২৭টি নদী পেরিয়ে অভিজাত গঙ্গা বিলাস ক্রুজ (Ganga Vilas Cruise) স্পর্শ করবে একাধিক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আজ শুক্রবার এই প্রমোদতরীর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। বারানসী (Varanasi) থেকে যাত্রা শুরু করে সেটি পৌঁছবে অসমের (Assam) ডিব্রুগড়ে।

এই ক্রুজ যাত্রাপথে প্রমোদতরী অতিক্রম করবে উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে দিয়ে গিয়ে আগামী ১ মার্চ ডিব্রুগড়ে পৌঁছবে গঙ্গা বিলাস ক্রুজ। ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রায় ৩২০০ কিলোমিটার পথ অতিক্রম করবে প্রমোদতরীটি। ইতিমধ্যেই এই ক্রুজের একাধিক ছবি সোশাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। গঙ্গাবঙ্গে এই পাঁচ তারা ক্রুজের উদ্বোধনকে মারাত্মক উন্মাদনা।

modi river cruise

কেন্দ্রীয় জাহাজ এবং জলপথ পরিবহণ মন্ত্রক জানিয়েছে, এমভি গঙ্গা বিলাসে আছে যাবতীয় আধুনিক সুযোগসুবিধা। সুইৎজারল্যান্ডের ৩২ জন পর্যটক নিয়ে যাত্রা করবে ওই জাহাজ। তাঁরা গঙ্গার সৌন্দর্য উপভোগ করার সঙ্গে সঙ্গেই দেখে নিতে পারবেন এই নদীর দুধারে থাকা বেশ কিছু দর্শনীয় স্থানও। এই ৫১ দিনের যাত্রাপথে দেশের একাধিক ঐতিহ্যশালী জায়গা, জাতীয় উদ্যান সহ প্রায় ৫০টি পর্যটন কেন্দ্র ঘুরিয়ে দেখানো হবে পর্যটকদের।

এই ক্রুজের যাত্রীরা দেখতে পারবেন বিহারের পাটনা, ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ, কলকাতা এবং ঢাকা সহ আর কিছু শহর। এই যাত্রাপথ এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ভারতের ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় গুরুত্বপূর্ণ জায়গাগুলি ছুঁয়ে যেতে পারবেন পর্যটকরা। যাত্রাপথে পড়বে মাইয়ং, বিশ্বের সবচেয়ে বড় নদী বদ্বীপ মাজুলি, বিক্রমশীলা, সুন্দরবন, কাজিরাঙা জাতীয় উদ্যান।

Sudipto

সম্পর্কিত খবর