রাশিয়ার সাথে এবারে শেষ হবে যুদ্ধ? পোল্যান্ড-ইউক্রেন সফরে রওনা হলেন প্রধানমন্ত্রী মোদী, তাকিয়ে গোটা বিশ্ব

বাংলা হান্ট ডেস্ক: রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ এখনও চলছে। এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বুধবার দু’দিনের পোল্যান্ড সফরে রওনা হয়েছেন। তবে, শুধু পোল্যান্ড নয়, পাশাপাশি প্রধানমন্ত্রী ইউক্রেন যাবেন বলেও জানা গিয়েছে।

পোল্যান্ড-ইউক্রেন সফরে রওনা হলেন প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi):

উল্লেখ্য যে, পোল্যান্ড সফর প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) “X”-এ লিখেছেন যে তিনি ওয়ারশে (Warshaw)-র উদ্দেশ্যে রওনা হচ্ছেন। মোদী আরও জানান, “পোল্যান্ডের এই সফরটি একটি বিশেষ সময়ে সম্পন্ন হচ্ছে। যখন আমরা আমাদের দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ৭০ বছর উদযাপন করছি।”

প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi) লিখেছেন, “ভারত পোল্যান্ডের সাথে গভীর বন্ধুত্ব বজায় রাখে। আমি রাষ্ট্রপতি আন্দ্রেজ সেবাস্তিয়ান ডুদা এবং প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের সাথে কথা বলব এবং সন্ধ্যার প্রোগ্রামে ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশ্যেও ভাষণ দেব।” সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, গত ৪৫ বছরে এই প্রথম কোনও ভারতীয় ওয়ারশ-র মাটিতে পা রাখতে চলেছেন।

আরও পড়ুন: মিলবে মোটা অঙ্কের বেতন! এই রাষ্ট্রায়ত্ত সংস্থায় নিয়োগের জন্য জারি বিজ্ঞপ্তি, এভাবে করুন আবেদন

উল্লেখ্য যে, পোল্যান্ডে প্রায় ২৫ হাজার ভারতীয় সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। তাঁদের মধ্যে প্রায় ৫ হাজার শিক্ষার্থী পড়াশোনা করতে ওই দেশে গেছেন। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধের সময়, পোল্যান্ডের সরকার এবং জনগণ ইউক্রেন থেকে ভারতীয় শিক্ষার্থীদের সরিয়ে নেওয়ার ক্ষেত্রে বিশাল অবদান রেখেছিলেন। এমনকি অপারেশন গঙ্গার সময়ও, পোল্যান্ড ভারতকে সম্পূর্ণ সাহায্য করেছিল এবং ২০২২ সালে, ৪,০০০-রও বেশি ভারতীয় শিক্ষার্থীকে ইউক্রেন থেকে পোল্যান্ডের মাধ্যমে সরিয়ে নেওয়া হয়।

আরও পড়ুন: ১০ লক্ষ মাইল প্রতি ঘন্টা! মহাবিশ্বে ভয়ঙ্কর গতিতে ছুটছে এই রহস্যময় বস্তু, ঘুম উড়ল NASA-র বিজ্ঞানীদের

এদিকে, আগামী ২৩ অগাস্ট পোল্যান্ড হয়ে ইউক্রেন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। রেল ফোর্স ওয়ান নামের একটি ট্রেনে চেপে ইউক্রেনের রাজধানী কিয়েভে যাবেন প্রধানমন্ত্রী। জানিয়ে রাখি যে, ৩০ বছর পর ইউক্রেনের মাটিতে পা রাখতে চলেছেন ভারতের কোনও প্রধানমন্ত্রী। মূলত, ইউক্রেনের “ফ্ল্যাগ ডে” উপলক্ষ্যে ইউক্রেন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে, এই সফরে ভারত ও ইউক্রেনের মধ্যে একাধিক নথিও স্বাক্ষর হতে পারে। এমতাবস্থায় সামগ্রিকভাবে গোটা বিশ্বের নজর রয়েছে প্রধানমন্ত্রী মোদীর এই গুরুত্বপূর্ণ সফরের দিকে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর