‘প্রধানমন্ত্রী দেশের জন্য ভাবেন’, মোদির সঙ্গে সাক্ষাৎকারে আপ্লূত মাস্ক! জানালেন টেসলা কবে আসছে ভারতে

বাংলা হান্ট ডেস্ক : ধনকুবের ইলন মাস্কও ‘মোদির ফ্যান’। এই মুহুর্তে মার্কিন সফরে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। মঙ্গলবার তিনি পৌঁছন নিউ ইয়র্কে (New York)। সেখানে তাঁর সাক্ষাৎ হয় বর্তমানে বিশ্বের ধনীতম ব্যক্তি, টেসলা ও টুইটার সংস্থার মালিক ইলন মাস্কের (Elon Musk) সঙ্গে।

ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে নাকি খুবই আপ্লুত মাস্ক। সূত্রের খবর, মোদীজির সঙ্গে দেখা হওয়ার পরে আবেগে ভাসেন টেসলা কর্তা, বলেন, ‘আমি তো মোদির ভক্ত। আগামী বছর তিনি ভারতে আসার পরিকল্পনা করছেন, এমনটাও জানান মাস্ক।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, মোদি তাঁকে ভারতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। সেই আমন্ত্রণ তিনি গ্রহণ করেছেন। আগামীবছর ভারত সফরের ইচ্ছে তাঁর রয়েছে বলে জানান তিনি। ভারতে ব্যবসায়িক ভাবে পা রাখার ইচ্ছেও তিনি প্রকাশ করেছেন মাস্ক।

musk

আর কী বলেন মাস্ক? তাঁর কথায়, ‘আমি ভারতের ভবিষ্যৎ সম্পর্কে অত্যন্ত উত্তেজিত। বিশ্বের যে কোনও বড় দেশের তুলনায় ভারত বেশি প্রতিশ্রুতিবান। উনি সত্যই ভারত নিয়ে ভাবেন। উনিই আমাদের উদ্দীপ্ত করছেন যেন ভারতে উল্লেখযোগ্য বিনিয়োগ করা হয়। আমি মোদির ফ্যান। ওঁকে খুবই পছন্দ করি। আমাদের সাক্ষাৎটিও চমৎকার হয়েছে।’ সেই সঙ্গেই তিনি জানান, ‘লাই যায়, ভারতের জন্য যেটা সঠিক, উনি সেটাই করছেন।’

মাস্কের দাবি করেন, ভারত সৌর শক্তি বিনিয়োগের জন্য দুর্দান্ত একটা গন্তব্য। তিনি বলেন, ‘আমরা ভারতে স্টারলিঙ্ক ইন্টারনেট আনার বিষয়ে আশাবাদী। আমি নিশ্চিত টেসলাও ভারতে খুব দ্রুত পৌঁছে যাবে। আমি সম্ভবত আগামী বছর নিজে ভারত সফরে যাব।’

মোদি-মাস্ক সাক্ষাৎকার এি প্রথম নয়, এর আগে ২০১৫ সালে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা হয়েছিল ইলন মাস্কের। সেই সময় ক্যালিফোর্নিয়ায় টেসলা মোটরসের কারখানা পরিদর্শন করেছিলেন প্রধানমন্ত্রী মোদি।

Sudipto

সম্পর্কিত খবর