মহাত্মা গান্ধি এবং লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিবসে প্রধানমন্ত্রীর শ্রদ্ধাজ্ঞাপন, বড় বার্তা দিলেন নরেন্দ্র মোদী

বাংলাহান্ট ডেস্কঃ জাতির জনক মহাত্মা গান্ধির ১৫১ তম জন্মদিন এবং লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকীতে তাদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra modi)। রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধি এবং বিজয়ঘাটে গিয়ে বাহাদুর শাস্ত্রীকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী মোদী। দেশের এই দুই মহান নেতার জন্মদিবসে তাদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পন করলেন দেশের আর মহা ব্যক্তিত্বরাও।

গান্ধিজির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন মোদী জি
গান্ধিজির (Mahatma Gandhi) জন্মদিবসে তাঁর প্রতি শ্রদ্ধা অর্পন করে একটি ভিডিও শেয়ার করেন প্রধানমন্ত্রী। নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে এই মহান ব্যক্তির উদ্দেশ্যে তিনি লেখেন, ‘আজ গান্ধি জয়ন্তী উপলক্ষে আমরা বাপুর সামনে সম্মানের সঙ্গে আমরা মাথা নত করি। তাঁর জীবন এবং দুর্দান্ত ধারণা থেকে অনেক জ্ঞান আহরণ করা যায়। আমরা আশাবাদী যে, বাপুর এই আদর্শ সমৃদ্ধ ও মমতাময়ী ভারত গঠনে অনেক সহায়তা করবে’।

শ্রদ্ধা নিবেদন করলেন লাল বাহাদুর শাস্ত্রীর উদ্দেশ্যেও
মহাত্মা গান্ধিকে সম্মান জানানোর পাশাপাশি লাল বাহাদুর শাস্ত্রীর (Lal Bahadur Shastri) উদ্দেশ্যেও একটি ভিডিও শেয়ার করে লেখেন, ‘লাল বাহাদুর শাস্ত্রী জি নম্র স্বভাবের এবং দৃঢ় সংকল্পের মানুষ ছিলেন। সরলতার প্রতীক ছিলেন তিনি। সর্বদা দেশ এবং দেশাবাসির মঙ্গল কামনা করে গেছেন। তাঁর প্রতি আমাদের সকলে হৃদয় থেকে শ্রদ্ধা জানাচ্ছি’।

ট্যুইট করলেন অমিত শাহ
মহাত্মা গান্ধির ১৫১ তম জন্মদিনে তাঁর প্রতি শ্রদ্ধা অর্পণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও (Amit Shah)। তিনি ট্যুইটে লিখেছেন, ‘গান্ধিজির তাঁর আধ্যাত্মিক জীবন এবং অসাধারণ ব্যক্তিত্বের মাধ্যমে বিশ্বকে শান্তি, অহিংসা এবং সম্প্রীতির পথ দেখিয়েছিলেন। তাঁর দেখা স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আজ মোদী জি স্বনির্ভর ভারত গড়ে তোলার সংকল্প নিয়েছেন’।

শ্রদ্ধার্ঘ্য অর্পণ রাষ্ট্রপতির
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও (Ram Nath Kovind) মহাত্মা গান্ধি শ্রদ্ধার্ঘ্য জানিয়ে ট্যুইটে লিখেছেন, ‘বর্তমানে ভারত সরকার মহাত্মা গান্ধীর শিক্ষা এবং ধারণার দ্বারা অনুপ্রাণিত হয়ে, দেশের উন্নতির উদ্দ্যেশ্যে বড় বড় পদক্ষেপ গ্রহণ করছেন। আসুন আমরা সকলে মিলে একটি পরিষ্কার, সক্ষম, সমৃদ্ধ এবং শক্তিশালী ভারত গড়ে তোলার অঙ্গীকার করি’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর