বাংলা হান্ট ডেস্কঃ সোমবার তিনদিনের উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার রেশ কাটতে না কাটতেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিনিও উত্তরেই সভা করবেন। আগামী ২৯ মে আলিপুরদুয়ার (Alipurduar) প্যারেড গ্রাউন্ডে জনসভা করবেন তিনি। সম্পূর্ণ রাজ্যের মধ্যে কেন এই জায়গাটিই নির্বাচন করলেন প্রধানমন্ত্রী? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এর নেপথ্যে রয়েছে বিশেষ কারণ।
সভার জন্য কেন আলিপুরদুয়ারকেই নির্বাচন পিএম মোদীর (Narendra Modi)?
ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে আর বছরখানেকও বাকি নেই। এই আবহে বঙ্গ সফরে প্রধানমন্ত্রী মোদী। আলিপুরদুয়ারে তাঁর জনসভা ঘিরে বিজেপির অন্দরে তোরজোড় তুঙ্গে। জানা যাচ্ছে, ইতিমধ্যেই সভাস্থল ঘুরে দেখেছেন বিজেপির রাজ্য ও জেলা নেতৃত্ব। জোরকদমে চলছে মেগা সভার প্রস্তুতি।
এই আবহে অনেকের মনেই প্রশ্ন, আগামী সপ্তাহে প্রধানমন্ত্রীর জনসভার জন্য কেন আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডকেই বেছে নেওয়া হল? এই নিয়েও সামনে এসেছে বেশ কিছু তথ্য। অপারেশন সিঁদুরের (Operation Sindoor) ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বায়ুসেনা। আগামী ২৯ তারিখ আলিপুরদুয়ারের যে এলাকায় পিএম মোদী সভা করতে চলেছেন, তার ভীষণ কাছেই হাসিমারা বায়ুসেনার ছাউনি।
আরও পড়ুনঃ সন্ত্রাসবাদের বিরুদ্ধে কেন্দ্রের পাশে বিরোধীরা! ডসিয়ের হাতে বিদেশ সফরে অভিষেকরা, কোথায় কোথায় যাবেন?
সেই সঙ্গেই বর্তমান পরিস্থিতিতে চর্চার কেন্দ্রে রয়েছে চিকেনস নেক, দেশের সীমান্তবর্তী নানান এলাকা ও উত্তর-পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্স। এসব কারণেই জনসভার জন্য আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডকে পিএম মোদী বেছে নিয়েছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।
উল্লেখ্য, সম্প্রতি অপারেশন সিঁদুরের মাধ্যমে পাক মদতপুষ্ট একাধিক জঙ্গি সংগঠনকে কড়া বার্তা দিয়েছে ভারত। কেন্দ্রের এই কড়া অবস্থানের প্রশংসা করেছে গোটা দেশ, পাশে দাঁড়িয়েছে বিরোধীরা। এই আবহে রাজ্যে আসছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আগামী ২৯ মে আলিপুরদুয়ারের জনসভা থেকে তিনি কী বার্তা দেন সেদিকে নজর থাকবে সকলের।