এই প্রথম মুখ থুবড়ে পড়ল মোদীর জনপ্রিয়তা! করিশ্মা দেখিয়ে অনেক এগিয়ে গেল রাহুল

বাংলা হান্ট ডেস্কঃ ২০১৪ সালে প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেছিলেন। দশ বছর পর এসে এই প্রথম বার নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) ক্ষেত্রে এমনটা হল। প্রধানমন্ত্রী হিসেবে নমোর জনপ্রিয়তা কমল সাড়ে ৭ শতাংশ। বর্তমান সময়ে দাঁড়িয়ে দেশের ৫০ শতাংশেরও বেশি ভোটদাতা তার প্রতি আর আস্থা রাখছেন না! এমনটাই উঠে এসেছে ইন্ডিয়া টুডে মোট অফ দ্য নেশন সমীক্ষায়।

ফিকে হচ্ছে মোদী ম্যাজিক (PM Narendra Modi)

২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফল বেরিয়েছে বেশ কিছুদিন। মোদীর উপর সাধারণ মানুষের আস্থা যে কমেছে তা বোঝা গিয়েছে লোকসভার ফলাফল দেখেই। এবারে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে পারেনি। ভরসা করতে হয়েছে জোট শিবিরের উপর। বিজেপির শক্ত ঘাঁটি যোগী রাজ্য সহ একাধিক জায়গায় কার্যত মুখ থুবড়ে পড়েছে গেরুয়া শিবির। এবার আরও অশনি সংকেত। প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম মোদীর জনপ্রিয়তা কমল এতটা। ওদিকে বেশ কিছুটা জনপ্রিয়তা বেড়েছে রাহুল গান্ধীর (Rahul Gandhi)।

লোকসভা ভোটের ফলাফল সামনে আসার পর গত ১৫ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত এক সমীক্ষা চালায় ইন্ডিয়া টুডে। ইন্ডিয়া টুডের সেই মোট অফ দ্য নেশন সমীক্ষা হয় দেশের ৫৪৩ টি লোকসভা কেন্দ্রের এক লক্ষ ৩৬ হাজার ৪৬৩ জনের মতামত নিয়ে। এর মধ্যে সি ভোটারের মাধ্যমে সরাসরি ৪০,৫৯১ জনের মত নিয়েছে। অন্য ভোটারেরা অনলাইনে নিজেদের মতামত জানিয়েছেন।

সমীক্ষায় দেখা যাচ্ছে, ৪৯ শতাংশ ভোটারদের প্রথম ‘পছন্দ’ মোদী (PM Narendra Modi)। খুব একটা পিছিয়ে নেই রাহুল। ৩২ শতাংশ ভোটদাতার মনে পছন্দের জায়গা করে নিয়েছেন রাহুল গান্ধী। আর ৮ শতাংশের সমর্থন পেয়ে তৃতীয় স্থান পেয়েছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।

সমীক্ষা জানাচ্ছে, লোকসভা ভোটের আগের তুলনায় মোদীর প্রতি ভোটারদের সমর্থন কমেছে প্রায় সাড়ে সাত শতাংশ। অন্য দিকে, ছক্কা হাঁকিয়েছেন রাহুল। কং নেতার প্রতি সমর্থন বেড়েছে প্রায় ১১ শতাংশ। প্রধানমন্ত্রীর পাশাপাশি জনপ্রিয়তায় ভাটা পড়েছে তার দল বিজেপিরও।

Narendra Modi

আরও পড়ুন: বেলা বাড়লেই তুমুল বৃষ্টির তাণ্ডব! দক্ষিণবঙ্গের কোথায় কোথায় সতর্কতা? আবহাওয়ার খবর 

সমীক্ষার তথ্য অনুযায়ী, এখনই লোকসভা ভোট হলে বিজেপির ভোট ৩৮ শতাংশ থেক কমে দাঁড়াতে পিসরে ৩৬.৬ শতাংশে। বিজেপির ঝুলিতে যেতে পারে ২৪৪টি আসন। কংগ্রেস জয়লাভ করতে পারে ১০৬টি আসনে। যদিও পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেশের অধিকাংশ মানুষের ভোট এখনও মানুষ কাকে বেশি পছন্দ করছেন সেই নিরিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে। পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ৪৯.১% জনপ্রিয়তা রয়েছে নমোর। যা আগের সমীক্ষার ফলাফল থেকে ৫ শতাংশ কম। অন্যদিকে পরবর্তী পিএম হিসেবে দেশের ২২.৪ শতাংশ মানুষের পছন্দ রাহুলকে। উল্লেখ্য, আগে তা ছিল ১৩.৮ শতাংশ।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর