বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে গুজরাটে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এই সফরে একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর। এর মধ্যেই ফের একবার অপারেশন সিঁদুর (Operation Sindoor) নিয়ে মুখ খুললেন তিনি। হামলা চালালে আর সহ্য করবে না ভারত, এবার স্পষ্ট জানালেন পিএম মোদী। সেই সঙ্গেই ইঙ্গিতে বিরোধীদেরও নিশানা করেন তিনি।
অপারেশন সিঁদুর নিয়ে কী কী বললেন মোদী (Narendra Modi)?
মঙ্গলবার গুজরাটের গান্ধীনগরে একটি জনসভা ছিল প্রধানমন্ত্রীর। সেখানে তিনি কংগ্রেসের নাম না নিয়েই বলেন, ‘প্রথম যে রাতে কাশ্মীরে সন্ত্রাস হামলা চলল, উপত্যকার একটা অংশ আমাদের থেকে কেড়ে নিল, ওই দিনই যদি ওদের মেরে ফেলা যেত, তাহলে আজ এই দিনগুলো দেখতে হতো না’।
পিএম মোদী আরও বলেন, ‘বল্লভভাই প্যাটেল বলেছিলেন, যতক্ষণ না পাক অধিকৃত কাশ্মীরকে সন্ত্রাসবাদীদের থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে ততক্ষণ অবধি হামলা চালাতে। তবে কেউ ওনার কথা শোনেনি। সেকথা শুনলে ৭৫ বছর আগেই ওদের বাড়াবাড়ি শেষ হয়ে যেত’।
এদিন ফের একবার পাকিস্তানকে (Pakistan) নিশানা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘যদি কাঁটা ফোটে, তাহলে সম্পূর্ণ শরীরে অস্বস্তি হয়। তাই আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, ওই কাঁটা বের করেই ছাড়ব’।
পিএম মোদী এদিন বলেন, যখনই ভারতের ওপর হামলা চালানো হয়েছে, সেটা আমরা সহ্য করেছি। তবে আর সহ্য করা হবে না বলে জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর কথায়, ‘যখনই ওরা হামলা চালিয়েছে, আমরা তখনই সেটা সহ্য করেছি। তবে আর নয়। এবার গুলির জবাব গোলায়। আমরা অশান্তি চাই না। ওরাও শান্তিতে থাকুক, আমাদেরও থাকতে দিক। তবে আমাদের যদি উত্যক্ত করে, এটাও মাথায় রাখতে হবে ভারত বীরেদের দেশ’।
এদিনের জনসভা থেকে অপারেশন সিঁদুর নিয়েও মুখ খোলেন মোদী। তিনি বলেন, ‘ওদের ২২ মিনিটে শেষ করে দিয়েছি। এবার তো সবই ক্যামেরার সামনে হয়েছে। যাতে ঘরের কেউ প্রমাণ না চায়’।
উল্লেখ্য, অপারেশন সিঁদুরের সাফল্য যেমন একদিকে গোটা দেশ ভাসছে, তেমনই বেশ কিছু প্রশ্নও উঠেছে। কয়েকদিন আগেই মোদী (Narendra Modi) সরকারের কাছ থেকে ‘প্রমাণ’ চেয়েছিলেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। তাঁর মন্তব্য নিয়ে বিস্তর জলঘোলাও হয়েছিল। এবার বিরোধীদের কারোর নাম না নিয়েই প্রধানমন্ত্রী বললেন, সবকিছু ক্যামেরার সামনে হয়েছে। ঘরের কেউ যাতে কোনও প্রমাণ না চায়।