জন্ম হয়নি তাঁদের নামেও জব কার্ড! ১০০ দিনের কাজে ‘তোলাবাজ’ তৃণমূলকে নিশানা প্রধানমন্ত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ শুক্রবার থেকেই রাজ্যে কার্যত লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। গতকাল আরামবাগের পর আজ কৃষ্ণনগরে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। দুর্নীতি ইস্যু নিয়ে রাজ্যের শাসক দলকে বেনজির আক্রমণ করতে দেখা যায় তাঁকে। মোদী বলেন, তৃণমূল (TMC) শাসনে চোখের জল ফেলছে মা-মাটি-মানুষ!

কৃষ্ণনগরের (Krishnanagar) সভা থেকে প্রধানমন্ত্রী বলেন, ১০০ দিনের কাজ প্রকল্পে কমপক্ষে ২৫ লাখ ভুয়ো কার্ড তৈরি করেছে রাজ্য। জন্ম হয়নি তাঁদের নামেও কার্ড বানানো হয়েছে। বহুদিন ধরেই কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে আনছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। ১০০ দিনের প্রকল্পের টাকা কেন্দ্র দিচ্ছে না, এই অভিযোগও শোনা গিয়েছে। তবে কেন্দ্রের তরফ থেকে সাফ জানানো হয়েছে, রাজ্য এই প্রকল্পে ইউটিলাইজেশন সার্টিফিকেট দিচ্ছে না। পাশাপাশি CAG রিপোর্টেও সমস্যা আছে। ১০০ দিনের প্রকল্পের টাকা রাজ্যের জন্যই দেওয়া যাচ্ছে না বলে জানায় কেন্দ্র।

আজ কৃষ্ণনগরের সভায় প্রধানমন্ত্রীর (Prime Minister) গলাতেও শোনা গেল একই সুর। মোদী বললেন, তৃণমূল শাসনে মা-মাটি-মানুষ কাঁদছে। তৃণমূল মানেই অত্যাচার, বিশ্বাসঘাতক, পরিবারবাদ, দুর্নীতি (Corruption)। তৃণমূল সরকার সকল স্কিমকে স্ক্যামে পরিণত করেছে বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি এও বলেন, কেন্দ্রের প্রকল্পগুলিতে নিজেদের নামের ‘স্টিকার’ লাগাতে চাইছে তৃণমূল কংগ্রেস।

১০০ দিনের কাজের প্রকল্পেও ব্যাপক দুর্নীতির অভিযোগ আনেন প্রধানমন্ত্রী (PM Modi)। তিনি বলেন, যাঁদের জন্ম হয়নি তাঁদের নামে জব কার্ড বানানো হয়েছে। বাংলায় প্রায় ২৫ লক্ষ ভুয়ো জব কার্ড বানানো হয়েছে। তৃণমূলের ‘তোলাবাজ’রা গরিব মানুষের টাকা লুঠ করেছে বলে সুর চড়ান মোদী। রেশন বণ্টন নিয়েও রাজ্যে ব্যাপক দুর্নীতি চলছে। এই দুর্নীতির জবাব স্বরূপ আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২টি আসনেই বিজেপিকে জেতানোর ডাক দিয়েছেন তিনি।

prime minister narendra modi

আরও পড়ুনঃ ‘মা কালী মদ খান’, মহুয়ার মন্তব্যকে হাতিয়ার করে ইভিএমে ‘বদলা’র ডাক শুভেন্দু-সুকান্তর

প্রধানমন্ত্রীর এই দাবির প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শান্তনু সেন বলেন, মোদীর মুখে পরিবারবাদের কথা শুনলে ঘোড়াতেও হাসে! পশ্চিমবঙ্গের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজার দাবি, সম্পূর্ণ মিথ্যে বলছেন প্রধানমন্ত্রী! অন্যদিকে মোদীর অভিযোগে কংগ্রেসের প্রতিক্রিয়া, দুর্নীতিতে বিজেপি আর তৃণমূল দুই ফুল একই মেরুতে আছে। দুই দল যাতে ক্ষমতায় থাকে সেটাই তাদের আসল উদ্দেশ্য!

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর