‘এক দেশ, এক নির্বাচন” এর প্রয়োজন, সংবিধান দিবসে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

বাংলা হান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বৃহস্পতিবার সংবিধান দিবসের অবসরে কেবড়িয়ায় একটি অনুষ্ঠানে বক্তৃতা দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অনুষ্ঠানে ২৬/১১ মুম্বাই হামলায় প্রাণ হারানো মানুষদের শ্রদ্ধাঞ্জলি দেন আর বলেন, এই ক্ষত কোনদিনও ভোলার নয়। এর সাথে সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও একবার দেশে ‘এক দেশ, এক নির্বাচন” (One Nation One Election) শুরু করার দিকে জোর দেন। প্রধানমন্ত্রী মোদী বলেন, ২০০৮ সালে পাকিস্তান থেকে আসা জঙ্গিরা মুম্বাইয়ে হামলা করেছিল, ওই হামলায় শয়ে শয়ে মানুষ প্রাণ হারান। প্রধানমন্ত্রী বলেন, ভারত এখন নতুন নীতির সাথে সন্ত্রাসবাদের মুখোমুখি হচ্ছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন আজ ভারতের ওয়ান নেশন, ওয়ান ইলেকশনের দরকার। দেশে কয়েকমাস পর পরই কোথাও না কোথাও নির্বাচন হচ্ছে, আর এটা নিতে এখন চিন্তা করা উচিৎ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এখন আমরা সম্পূর্ণ ভাবে ডিজিটাইজেশনের দিকে এগোচ্ছি আর কাগজের ব্যবহার এখন আমাদের বন্ধ করা উচিৎ। স্বাধীনতার ৭৫ বছরের কথা মাথায় রেখে আমাদের নিজেদেরই এই লক্ষ্য স্থির করতে হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, সংবিধানের রক্ষায় আদালতের বড় ভূমিকা আছে। প্রধানমন্ত্রী বলেন, ৭০ এর দশকে এই সংবিধান ভাঙার চেষ্টা করা হয়, কিন্তু সংবিধানই এর জবাব দেয়। এমার্জেন্সির সময়ের পর সিস্টেম মজবুত হয়ে যায়, আর সেটা থেকে আমরা অনেক কিছু শিক্ষাও পাই।

উনি বলেন, নাগরিকদের সংবিধান বোঝা উচিৎ আর সংবিধান হিসেবেই চলা উচিৎ। জনতাকে KYC মানে Know your Constitution এ জোর দেওয়া উচিৎ। বিধানসভার চর্চার সময় জনগনের যোগদান কি করে বাড়ানো যায়, সেটা নিয়ে আলোচনা হওয়া উচিৎ।

উনি বলেন, করোনা কালে দেশে মানুষ সংবিধানের উপর বিশ্বাস করে সমর্থন করেছে। সংসদে এবার নির্ধারিত সময়ে অনেক বেশি কাজ হয়েছে, সাংসদেরা নিজেদের বেতন কাটিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, করোনা কালেও দেশে নির্বাচন হয়েছে নিয়ম অনুসারে সরকারও গঠন হয়েছে, এটাই সংবিধানের শক্তি।


Koushik Dutta

সম্পর্কিত খবর