পুলিশকে আরাম দিতে নরেন্দ্র মোদীর কাছে রাজ্যে সেনাবাহিনী মোতায়েন করার আবেদন জানালেন মুখ্যমন্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ দেশে করোনা ভাইরাসের সঙ্কটের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) আজ সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বৈঠক করেন। বৈঠকে করোনার সঙ্কট আর লকডাউন নিয়ে চর্চা করা হয় এবং মুখ্যমন্ত্রীদের কাছ থেকে পরামর্শও চাওয়া হয়। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৭ এপ্রিল সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন।

এই বৈঠক রাত আটতা পর্যন্ত চলবে, এই বৈঠকে সমস্ত মুখ্যমন্ত্রীদের কথা বলার সুযোগ দেওয়া হবে। লকডাউনের তৃতীয় দফা ১৭ মে শেষ হতে চলেছে। কেন্দ্র সরকার এবার অর্থনীতিতে জোর দিতে রাজ্য গুলোতে কাজ শুরু করার প্ল্যান করছে। রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে এটা নিয়ে চর্চা হবে। বৈঠক শুরু হওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর অমিত শাহ মুখ্যমন্ত্রীদের সামনে নিজেদের বক্তব্য রাখেন।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে (Uddhav Thackeray) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেন, কৃষকদের পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য ঋণের দরকার। পরিযায়ী শ্রমিকরা আমাদের রাজ্য ছাড়ছে, এটা দেখতে হবে যে তাঁরা যেন এই ভাইরাস নিজেদের বাড়িতে না নিয়ে যায়। পরিযায়ীদের রাজ্য ছাড়ার জন্য বাধ্য করা উচিৎ নয় আমাদের। যদি সম্ভব হয়, তাহলে তাদের রেখে দেওয়া উচিৎ। আমরা ওদের সাহায্য করব। লকডাউন তোলা উচিৎ না। এটিকে পালন করতেই হবে আমাদের, তবে কিছু ছাড় দেওয়া উচিৎ।

উদ্ভব ঠাকরে বলেন, পিপিই, ভেন্টিলেটর এবং চিকিৎসা উপকরণ গুলোর উপর জিএসটি তুলে নেওয়া উচিৎ। গ্রিন জোনে আমরা আগে থেকেই আর্থিক গতিবিধি সঞ্চালন করার অনুমতি দিয়ে দিয়েছি। জেলার মধ্যে স্ক্রিনিং আরও কড়া করা উচিৎ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া গুজবে রাশ টানা উচিৎ।

উনি বলেন, রাজ্যে কেন্দ্রীয় পুলিশের মোতায়েনের আবেদন জানাচ্ছি। কারণ রাজ্য পুলিশ অনেকদিন ধরে বিশ্রাম ছাড়াই কাজ করে চলেছে। আমাদের এটাও দেখতে হবে যে, পুলিশ যেন বিশ্রাম করার সময় পায়।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর