Big Breaking: আজ আবার জাতীর উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লকডাউন নিয়ে করবেন বড় ঘোষণা

বাংলা হান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) আজ রাত আটটায় জাতীর উদ্দেশ্যে ভাষণ দেবেন। শোনা যাচ্ছে যে, প্রধানমন্ত্রী দেশে জারি লকডাউনের মধ্যে ছাড় দেওয়া অথবা এটিকে বাড়ানো নিয়ে বড় ঘোষণা করতে পারেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীর উদ্দেশ্যে ভাষণ দেওয়ার একদিন আগেই দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক করেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক করেন। উনি এই বৈঠকে আর্থিক গতবিধি শুরু করার উপর জোর দেন। উনি করোনা ভাইরাসে সংক্রমণ যাতে দেশের গ্রাম গুলো পর্যন্ত না পৌঁছায়, সেটা নিয়ে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের রণনীতি বানানোর জন্য বলেন।

আপনাদের জানিয়ে দিই, দেশে তৃতীয় পর্যায়ের লকডাউন ১৭ মে শেষ হতে চলেছে। যদিও, চতুর্থ পর্যায়ের লকডাউন ঘোষণা করা হয়, তাহলে অনেক ছাড় দেওয়া হতে পারে। উনি গতকাল বলেন, আমার দৃঢ় বিশ্বাস যে, লকডাউনের প্রথম দফায় যেমন আইনের দরকার ছিল, সেটি দ্বিতীয় আর তৃতীয় দফায় হয়নি। সেরকম ভাবেই তৃতীয় পর্যায়ে যেই নিয়মের দরকার ছিল, সেটি চতুর্থ পর্যায়ে থাকবে না।


Koushik Dutta

সম্পর্কিত খবর