অন্ধ্রে নায়ডুর শপথে হাজির! এবার ওড়িশায় মোদী, BJP সরকারের অভিষেকের দিন করবেন রোড শো

বাংলা হান্ট ডেস্কঃ চতুর্থবারের অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদে আসীন হলেন চন্দ্রবাবু নায়ডু। এদিন তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আজ বিকেলেই আবার ওড়িশার মুখ্যমন্ত্রী হিসেবে মোহন মাঝির শপথ নেওয়ার কথা। এই প্রথম সেখানে সরকার গড়তে চলেছে BJP। জানা যাচ্ছে, অন্ধ্রের অনুষ্ঠান শেষে সোজা ওড়িশায় যাবে পিএম।

আজ NDA-র শরিক দল তেলেগু দেশম পার্টির নেতা চন্দ্রবাবু নায়ড়ু (Chandrababu Naidu) অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন। এই অনুষ্ঠানে মোদীর পাশাপাশি উপস্থিত ছিলেন BJP-র একাধিক হেভিওয়েট নেতা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে নীতিন গড়করি হয়ে জেপি নাড্ডাকে দেখা গিয়েছে সেখানে।

   

এদিন মুখ্যমন্ত্রী নায়ডুর পাশাপাশি অন্ধ্রপ্রদেশের ২৪ জন বিধায়ক ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। এর মধ্যে ৭ জন পুরনো মুখ হলেন, ১৭ জনই নতুন। রাজ্যের উপমুখ্যমন্ত্রী পদে আসীন হলেন জনসেনা নেতা পবন কল্যাণ। নবগঠিত এই মন্ত্রীসভায় ৮ জন অনগ্রসর শ্রেণি, ৩ জন মহিলা, ২ জন তফশিলি জাতি, ১ জন তফশিলি উপজাতি এবং ১ জন মুসলিমকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। চন্দ্রবাবুর ছেলে নর লোকেশও এদিন ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

আরও পড়ুনঃ ‘প্রমাণ করার সুযোগ পেলে জিতে যেত’! মেয়ে শ্রেয়ার প্রসঙ্গ উঠতেই যা বললেন সাধন-পত্নী…

অন্যদিকে আজ বিকেলে ওড়িশায় (Odisha) প্রথম সরকার গড়তে চলেছে BJP। টানা ২৪ বছরের নবীন জমানায় ইতি টেনে নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন মোহন চরণ মাঝি (Mohan Charan Majhi)। জানা যাচ্ছে, সেই অনুষ্ঠানে যোগ দিতে দুপুরের মধ্যেই সেখানে পৌঁছে যাওয়ার কথা ছিল মোদীর।

শপথগ্রহণের আগে আবার একটি রোড শো করারও কথা রয়েছে প্রধানমন্ত্রীর। ভুবনেশ্বরর জয়দেব বিহার থেকে শুরু করে জনতা ময়দান অবধি রোড শো করার কথা আছে তাঁর। এরপর সেখানেই বিকেল ৫টা কিংবা তার কিছু পরে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন মোহন।

Narendra Modi

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের আগে আজ দুপুরে ওড়িশার সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে দেখা করেন মোহন। সূত্রের খবর, শপথ গ্রহণের আগে BJP নেতাকে শুভেচ্ছা জানিয়েছেন BJD সুপ্রিমো। অন্যদিকে তাঁর আশীর্বাদ এবং সহযোগিতা কামনা করেছেন মোহন।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর