নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে শুরু, যাবেন সারদা মায়ের বাড়ি! মঙ্গলে কলকাতায় কী কী কর্মসূচি রয়েছে মোদীর?

বাংলা হান্ট ডেস্কঃ সপ্তম দফার নির্বাচনের আগে ফের একবার কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আগামী ১ জুন অন্তিম দফার ভোট। উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, ডায়মন্ড হারবার, বসিরহাট সহ বেশ কয়েকটি হাইভোল্টেজ আসনে নির্বাচন রয়েছে সেদিন। তার আগে মঙ্গলবার তিলোত্তমার বুকে বর্ণাঢ্য রোড শো (Road Sho) করবেন পিএম মোদী।

আগামীকাল উত্তর কলকাতার (Kolkata) বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে প্রচার করবেন প্রধানমন্ত্রী। সূত্র মারফৎ জানা যাচ্ছে, রোড শো শুরু হওয়ার আগে সারদা মায়ের বাড়িতে যাবেন তিনি। আগামীকাল সন্ধ্যায় মোদীর রোড শো শুরু হওয়ার কথা। তার ঠিক আগে ৫টা নাগাদ বাগবাজারে সারদা মায়ের বাড়িতে যাওয়ার কথা আছে। সেখানে কয়েকজন মহারাজের সঙ্গে দেখাসাক্ষাৎ করতে পারেন তিনি। সারদা মায়ের বাড়িতে ৪০ মিনিট মতো থাকবেন প্রধানমন্ত্রী।

আগামীকাল শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়ি অবধি রোড শো করবেন পিএম। জানা যাচ্ছে, পাঁচ মাথার মোড়ে নেতাজি মূর্তির সামনে থেকে এই বর্ণাঢ্য রোড শো শুরু হবে। নেতাজিকে শ্রদ্ধাজ্ঞাপন করে শুরু হবে যাত্রা। বিধান সরণী হয়ে স্বামী বিবেকানন্দের বাড়িতে গিয়ে শেষ হবে। স্বামীজিকে শ্রদ্ধা জানিয়ে কর্মসূচি শেষ করবেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃ ভুষি কেলেঙ্কারি থেকে রোজভ্যালি! ‘ওনার দু্র্নীতির ইতিহাস আছে’, মমতাকে নিয়ে বিস্ফোরক তাপস

মোদীর রোড শো বিশেষ করে তুলতে একাধিক পরিকল্পনা করা হয়েছে বলে খবর। ঢাক, আদিবাসী নৃত্যের পাশাপাশি এই সুবিশাল শোভাযাত্রার মাধ্যমে বাংলার সংস্কৃতিকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হবে। ২ কিমির কিছু বেশি রাস্তা ধরে এই রোড শো হবে। তবে জমায়েত এবং ইভেন্ট এতবেশি হবে যে ২ কিমি রাস্তা পেরোতেই প্রায় দু’ঘণ্টা লেগে যাবে।

প্রধানমন্ত্রীর এই রোড শো-য়ে দেখা যাবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, উত্তর কলকাতার পদ্ম প্রার্থী তাপস রায়কে। ভোটের আবহে এই প্রথম বাংলার বুকে রোড শো করছেন প্রধানমন্ত্রী। সেক্ষেত্রে তাঁর রোড শো যে রুট দিয়ে যাবে তা কড়া নিরাপত্তায় মুড়ে দেওয়া হবে। কর্মসূচি শুরু হওয়ার অনেক আগে থেকেই যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

Narendra Modi Kolkata road show

এদিকে দলীয় সূত্রে আবার জানা যাচ্ছে, আগামীকাল কলকাতায় রোড শো-য়ের পাশাপাশি উত্ত্র ২৪ পরগণার অশোকনগর এবং দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরে সভা করার কথা আছে প্রধানমন্ত্রী। এরপর সেখান থেকে বেরিয়ে প্রথমে বাগবাজারে সারদা মায়ের বাড়ি আসবেন তিনি। এরপর অংশ নেবেন রোড শো-য়ে। সেদিনের কর্মসূচি শেষে রাজভবনে রাত কাটাবেন। এরপর বুধবার মথুরাপুরে আর একটি সভা করতে পারেন তিনি। সুকান্ত এই প্রসঙ্গে বলেন, ‘এই রোড শো ঐতিহাসিক চেহারা নেবে। মোদী ঝড়ে এমন কম্পন তৈরি হবে যে কলকাতা সহ দুই ২৪ পরগণায় যে মোট ৯টি আসনে সপ্তম দফায় নির্বাচন রয়েছে, সেখানে দারুণ ফলাফল করবে বিজেপি। রোড শো-য়ে ২ লক্ষের বেশি মানুষের জমায়েত হবে’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর