মমতার মতোই! এবার শিল্পীর বেশে খোদ মোদী, লিখলেন গান…দেখুন মিউজিক ভিডিও

বাংলা হান্ট ডেস্ক: আমাদের সকলেরই জানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) শিল্পী সত্তা নিয়ে। তিনি ছবি আঁকতে ভালোবাসেন, কবিতা লেখেন, গানের কথাও লেখেন। এবার সেই সত্তা দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) মধ্যেও।

এবার ‘গীতিকার’ (Lyricist) হিসেবে আত্মপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী। তাঁর লেখা গানেই নবরাত্রি উদযাপনের সূচনা হল গুজরাতে (Gujarat)। নবরাত্রির (Navaratri) উদযাপনের দিনে সেই গান প্রকাশ্যে নিয়ে এলেন প্রধানমন্ত্রী। রবিবার নবরাত্রির গরবা গান ‘মাদি’ প্রকাশ্যে নিয়ে এলেন তিনি। এই নিয়ে মোদী এক্স হ্যান্ডেলে জানান, ‘আমি অনেক বছর আগে এই গানটি লিখেছিলাম এই গান আমার অনেক পুরনো স্মৃতি ফিরিয়ে দিল।’

রবিবার সকালে এই গানের ইউটিউব লিঙ্ক এক্স হ্যান্ডেলে প্রকাশ করেন প্রধানমন্ত্রী (Prime Minister)। সম্প্রতি এই গান নিয়ে ভিডিওটি তৈরি করেছেন তানিষ্ক বাগচি, গানটি গেয়েছেন ধ্বনি ভানুশালী। ২০১৯ সালে মুক্তি পাওয়া ভাস্তে গানের হাত ধরে জনপ্রিয় হন ধ্বনি। এবার নাদিম শাহের নির্দেশনায় এই মিউজিক ভিডিওতেও কাজ করেছেন তিনি।

প্রসঙ্গত, এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিল্পী সত্তা বার বার জনসমক্ষে এসেছে। সম্প্রতি, বিদেশের মাটিতে গিয়ে বাদ্যযন্ত্র বাজাতে দেখা গিয়েছে তাঁকে। এছাড়াও প্রতিবাদের ভাষা হিসেবে অনেক সময় গানকেই বেছে নিয়েছেন তিনি। এছাড়াও মমতার লেখা দু-দুটি গান জনপ্রিয় ধারাবাহিকের টাইটেল সং। সম্প্রতি তাঁর এই শিল্পী সত্তার জন্য টেলি সম্মান পুরস্কারে পুরস্কৃত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আর এবার মোদী ধরা দিলেন শিল্পীর বেশে। গরবার গান লিখে সবাইকে তাক লাগিয়ে দিলেন খোদ প্রধানমন্ত্রী। এই নিয়ে মোদীর ভূয়সী প্রশংসা করেছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)।


Monojit

সম্পর্কিত খবর