বাংলাহান্ট ডেস্কঃ দেশজুড়ে মারণ ভাইরাস করোনা (Corona) জাঁকিয়ে বসেছে। দিনে দিনে রেকর্ড ভেঙে তাণ্ডব চালিয়ে যাচ্ছে করোনা। আক্রান্তের সংখ্যার ঊর্ধ্বমুখী গতি দেখে আতঙ্কে প্রহর কাটছে দেশবাসীর। এমন পরিস্থিতিতে দেশবাসীকে আশ্বস্ত করতে ফের মন কি বাত অনুষ্ঠানে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এদিন তিনি দেশবাসীকে লকডাউন নিয়ে আশ্বস্ত করার পাশাপাশি কুর্নিশ জানালেন করোনা যোদ্ধাদের।
রবিবার মন কি বাতে প্রধানমন্ত্রী বলেন, ‘মারণ ভাইরাস করোনার বিরুদ্ধে লড়াইয়ে অন্যতম হাতিয়ার হল টিকাকরণ (Vaccination)। ইতিমধ্যেই গোটা দেশে ৪৫ ঊর্ধ্বদের টিকাকরণের জন্য বিনামূল্যে ভ্যাকসিন পাঠানো হয়েছে। কেন্দ্র আগেও এই প্রকল্প চালু রাখবে বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বেসরকারি সংস্থা তাঁদের কর্মীদের বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা এবার করতে পারবে বলেও জানান তিনি। এমনকি তিনি দেশবাসীকে এও স্মরণ করিয়ে দেন যে আগামী ১ মে থেকে আঠেরো ঊর্ধ্বরা ভ্যাকসিন পাবেন।
Country's corporate sector can also participate in vaccine drive by getting their employees vaccinated.Govt of India's free vaccination program will continue in future too. I request states to ensure benefits of this free vaccination program reaches as many people as possible: PM
— ANI (@ANI) April 25, 2021
মোদী এদিন আরও বলেন, ‘কোভিড দেশবাসীর ধৈয্য এবং যন্ত্রনা সহ্য করার ক্ষমতা পরীক্ষা করছে। তাই সহজে হেরে গেলে চলবে না। করোনার প্রথম ঢেউ সামাল দিয়েছিল দেশ। যার জন্য আত্মবিশ্বাস বেড়েছিল দেশবাসীর। কিন্তু দ্বিতীয় ধাক্কা সমগ্র দেশকে কাঁপিয়ে দিয়েছে। তাই পরিস্থিতি সামাল দিতে নিয়মিত বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করছি আমি।’ এমনকি তিনি এও জানান, ‘করোনা যোদ্ধাদের কুর্নিশ জানাতে দেশের বিভিন্ন প্রান্তের ডাক্তার, নার্স, অ্যাম্বুল্যান্স চালকদের সঙ্গে কথা বলেন তিনি। দেশবাসীর হয়ে ধন্যবাদও জানান তিনি।’
অন্যদিকে এদিন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী দেশবাসীকে করোনা নিয়ে আতঙ্কিত হতে নিষেধ করেন এবং টিকাকরণ নিয়ে গুজবে কান দিতেও পরামর্শ দেন। উল্লেখ্য, গোটা দেশ এখন কাঁপছে করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায়। শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে তিন লক্ষ মানুষ।