‘আবারও হাসবে ভারত, আবারও জিতবে ভারত” ট্যুইটারে ইমোশনাল ভিডিও শেয়ার করে লিখলেন প্রধানমন্ত্রী মোদী

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ আজ গোটা দুনিয়া বিশ্ব স্বাস্থ দিবস (World Health Day) পালন করছে। আর এই অবসরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) কোভিড-১৯ (Covid-19) এর বিরুদ্ধে চালানো লড়াইয়ের জন্য স্বাস্থকর্মীদের ধন্যবাদ জানান। উনি দেশের জনতার কাছে সামাজিক দুরত্ব বজায় রাখার আবেদন করেন। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি ভিডিও শেয়ার করেন, যেখানে সিনেমা জগতের অভিনেতা আর অভিনেত্রীদের দেখা যায়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্যুইট করে লেখেন, ‘আজ বিশ্ব সাস্থ দিবসে আসুন আমরা সবাই এঁকে অপরের সুস্বাস্থ আর কল্যানের জন্য প্রার্থনা করি। এবং সেই সমস্ত ডাক্তার, নার্স, চিকিৎসা কর্মচারী এবং স্বাস্থ কর্মীদের প্রতি আমাদের কৃতজ্ঞতা ব্যাক্ত করি, যারা বাহাদুরির সাথে কোভিড-১৯ এর বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশা জাহির করে বলেন, এই দিন গুলো মানুষকে নিজের ফিটনেসের উপর নজর দেওয়ার জন্য প্রেরণা দেবে। উনি বলেন, ‘বিশ্ব স্বাস্থ দিবসের দিনে আসুন আমরা সবাই এটা সুনিশ্চিত করি যে, আমরা যেন সামাজিক দুরত্ব পালন করি, আর নিজের জীবনের সাথে সাথে অন্যের জীবনেরও রক্ষা করি। আমি আশা করছি যে, এই দিন গুলো আমাদের গোটা বছরে ব্যাক্তিগর ফিটনেসের দিকে নজর দেওয়ার জন্য প্রেরণা দেবে। এই দিন গুলো আমাদের স্বাস্থকে আরও ভালো বানাতে সাহায্য করবে।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিনেমা জগত দ্বারা বানানো একটি ভিডিও শেয়ার করেন। ওই ভিডিও শেয়ার করে উনি লেখেন, ‘আবারও হাসবে ভারত, আবারও জিতবে ভারত। ওই ভিডিওতে সিনেমা জগতের নক্ষত্রদের সাথে সাথে ক্রিকেটার শিখর ধাওয়ানকেও দেখা যায়। ভিডিওর গানে মানুষকে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইতে একজোট থাকার জন্য এবং বাড়ির ভিতরেই থাকার জন্য অনুরোধ করা হয়।

সম্পর্কিত খবর

X