BREAKING: আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদী

বাংলা হান্ট ডেস্কঃ দেশে করোনার দ্বিতীয় ঢেউ এখনও কিছুটা হলেও স্বাভাবিক। দুমাসে সবথেকে কম সংক্রমণ গত ২৪ ঘণ্টায়। মৃতের সংখ্যাও অনেকটা হ্রাস পেয়েছে। তবে এখনও কয়েকটি রাজ্যের দৈনিক সংক্রমণের মামলা চিন্তা বাড়াচ্ছে। দেশে টিকাকরণ প্রক্রিয়া চললেও, টিকার উৎপাদন কম হওয়ায় অনেক ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে সরকার এবং জনতাকে। যদিও, দেশে এখনও দুটি বিদেশী টিকার ব্যবহারের অনুমতি দিয়েছে সরকার। এছাড়াও আরও একটি ভারতীয় টিকা আসতে চলেছে আগামী কয়েকমাসের মধ্যেই। আর এরই মধ্যে আজ বিকেলে আবারও জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে একটি টুইট করে এই তথ্য দেওয়া হয়েছে। টুইটে লেখা হয়েছে, ‘৭ জুন বিকেল ৫টার সময় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।” তবে কী কারণে তিনি আবারও জনতাকে সম্বোধিত করতে চলেছেন, সেটা জানা যায়নি। উল্লেখ্য, করোনাকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিকবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। কখনও দেশে টিকার তৈরি কথা জানিয়েছেন, আবার কখনও মানুষকে সচেতন থেকে ভালো থাকার প্রার্থনা করেছেন। তবে আজকের ওনার ভাষণ কী বিষয় নিয়ে থাকবে সেটা এখনি বলা মুশকিল। আর এটা জানার জন্য আমাদের বিকেল ৫টা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর