আরেব্বাস! কপাল খুলছে পড়ুয়াদের! এবার অ্যাকাউন্টে ঢুকবে প্রায় ১ লাখ! স্কিমটা জানেন তো?

বাংলাহান্ট ডেস্ক : অনেকেই রয়েছেন যারা আর্থিক সমস্যার কারণে পড়াশুনা বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারেন না। তবে পড়ুয়াদের শিক্ষা গ্রহণের পথে অর্থ যাতে অন্তরায় হয়ে না দাঁড়ায় সেই জন্য উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকারের পাশাপাশি পড়ুয়াদের আর্থিক সাহায্য বা বৃত্তি প্রদানের জন্য রয়েছে কেন্দ্রেরও বিভিন্ন প্রকল্প।

প্রধানমন্ত্রী যশস্বী স্কলারশিপ (PM Yashasvi Scholarship)

এই বৃত্তিমূলক প্রকল্পগুলির মধ্যে অন্যতম প্রধানমন্ত্রী যশস্বী স্কলারশিপ (PM Yashasvi Scholarship)।পড়ুয়াদের ৭৫,০০০ টাকা থেকে শুরু করে ১,২৫,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা করা হয়ে থাকে এই প্রকল্পের মাধ্যমে। চলুন আমরা জেনে নেব এই প্রকল্পে আবেদন করার পদ্ধতি সম্পর্কে। যশস্বী স্কলারশিপ (PM Yashasvi Scholarship) দিয়ে থাকে মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস ও এম্পাওয়ারমেন্টের।

আরোও পড়ুন : এ কী দৃশ্য ভারতে! উজ্জ্বল সাদাকে ঘিরে আছে নীলাভ আলোর তরঙ্গ! NASA ক্যামেরায় বিরল মুহূর্ত

নবম ও দশম শ্রেণীর গরিব মেধাবী পড়ুয়ারা আবেদন জানাতে পারেন এই প্রকল্পে (PM Yashasvi Scholarship)। এই প্রকল্পে আবেদন জানানোর জন্য প্রথমে করাতে হবে একটি রেজিস্ট্রেশন। তারপর পড়ুয়াদের বসতে হবে একটি পরীক্ষায়। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে পড়ুয়ারা পেয়ে যাবেন ৭৫ হাজার টাকা থাকে এক লক্ষ পঁচিশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য।

আরোও পড়ুন : শুরু ৬০০০ টাকা দিয়েই!আজ কোটিপতি YouTube’র এই শিক্ষিকা! কীভাবে সফল হলেন হিমাংশি?

এই প্রকল্পে আবেদনের যোগ্যতা :

 ✓ পড়ুয়াকে অবশ্যই অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে।

✓ আবেদনকারীকে ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে।

✓ পরিবারের বার্ষিক আয় ২ লক্ষ ৫০ হাজার টাকার কম হতে হবে। 

abefff2d e330 4c33 a096 2f4b489798b5

আবেদন পদ্ধতি : এই প্রকল্পে আবেদনের জন্য প্রথমে ভিজিট করতে হবে https://yet.nta.ac.in/- এ। এই ওয়েবসাইটের হোমপেজ খুললে ক্লিক করতে হবে  ‘New Candidate Register Here’ অপশনে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর পুনরায় লগইন করে  “PM Yashasvi Scholarship 2024” অপশন সিলেক্ট করে আবেদন জানাতে হবে। আবেদনপত্রের সাথে আপলোড করতে হবে কিছু ডকুমেন্টস। আবেদনপত্র সাবমিট করার আগে অবশ্যই যাচাই করে নেবেন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর