‘ব্রিটিশদের পদহেলন করতেই দুর্গাপুজো শুরু’, বিশ্বভারতীর উপাচার্যের ‘বিতর্কিত’ মন্তব্যে রিপোর্ট তলব PMO’র

বাংলা হান্ট ডেস্কঃ না এবার আর নোবেলজয়ী অমর্ত্য সেন নিয়ে নয়, এবার বাঙালির দুর্গাপুজো (Durga Puja) নিয়ে আপত্তিকর মন্তব্য করে বসলেন বিশ্বভারতীর উপাচার্য (Viswa Bharati VC) বিদ্যুৎ চক্রবর্তী (Bidyut Chakrabarty)। বারংবার বিতর্কিত মন্তব্য করে সকলের নজর কেড়েছেন তিনি। এবার মারাত্মক মন্তব্য করে তোলপাড় করে দিলেন গোটা দেশকে। উপাচার্যের মন্তব্য ঘিরে নেমেছে সমালোচনার ঢল।

এরই মধ্যে এবার দুর্গাপুজো (Durga Puja) নিয়ে আপত্তিকর মন্তব্য করার দরুন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে রিপোর্ট তলব করল পিএমও (PMO)। তবে স্বয়ং প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে রিপোর্ট চেয়ে পাঠানো হলেও এখনও পর্যন্ত এই বিষয়ে বিশ্বভারতীর কোনোরূপ প্রতিক্রিয়া মেলেনি।

প্রসঙ্গত, গত ২২ ফেব্রুয়ারি বিশ্বভারতীর উপাসনা গৃহে বসন্তউৎসব নিয়ে কথা বলেন উপাচার্য। হঠাৎই সেখানে উঠে আসে দুর্গাপুজো প্রসঙ্গ। এই নিয়েই বিদ্যুৎ চক্রবর্তী বলেন, “আপনারা জানেন আজ দুর্গাপুজো বিশ্বের অন্যতম পুজো হিসেবে স্বীকৃত। কিন্তু ইতিহাস দেখলে বোঝা যায়, দুর্গাপুজো শুরু হয়েছিল ব্রিটিশদের পদলেহন করতে। তৎকালীন রাজাদের মধ্যে প্রতিযোগীতা হত, কে ইংরেজদের দুর্গাপুজোর মঞ্চে আনতে পারবে। অনেক অনুষ্ঠানের আয়োজন করা হত। অনেক পানীয়ের ব্যবস্থাও থাকত। পরবর্তীতে দুর্গাপুজো একটা ধর্মীয় অনুষ্ঠানে পরিণত হয়েছে।”

bidyut

উপাচার্যের এই মন্তব্যের পরই জোর সমালোচনা শুরু হয় সর্ব মহলে। বিদ্যুৎবাবুর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ১০ মার্চ শান্তিনিকেতন ট্রাস্টের সম্পাদক অনিল কোনার প্রধানমন্ত্রীকে চিঠি পাঠান। এরপর সেই চিঠির পরিপ্রেক্ষিতেই বিশ্বভারতীর ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাতোর কাছে রিপোর্ট তলব করল প্রধানমন্ত্রীর সচিবালয়।

প্রসঙ্গত, এই প্রথম নয় এর আগেও একাধিকবার একাধিক বিষয়ে মন্তব্য করে বিতর্কের শিরোনামে উঠে এসেছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। কখনও নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে আক্রমণ, কখনও অধ্যাপকদের সাসপেন্ড, কখনও প্রাক্তনীদের কুকথা বলে বহু-বহু বার বিতর্কে জড়িয়েছেন তিনি।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর