তিন দিন ধরে না খেয়ে ছিল মেয়েরা,PMO তে ফোন করতেই বাড়িতে পৌঁছে গেল খাবার

কোরোনার এই খারাপ পরিস্থিতিতে অনেকেই এখন গৃহবন্দী। তারা ঠিক মতন খেতে পাচ্ছেনা। কিন্তু বিহারের ভাগলপুরে একটি ১৮ বছর বয়সীমেয়ে যার নাম  গৌরী এবং তার দুই ছোট বোন আশা এবং কুমকুমের প্রায় তিন দিন ধরে খাবার জোটেনি।

এরা গত তিন দিন ধরে ক্ষুধার্ত ছিল,জানা গিয়েছে তাদের বাবা-মা আর বেঁচে নেই, প্রতিবেশীরা তাদের রুটি দেওয়ার প্রয়োজন মনে করেনি। ১৮-বছর বয়সী গৌরী জানায়  যে তার বাবা-মা লন্ড্রি কাজ করতেন কিন্তু  মৃত্যুর পরে পেটের দায়ে খাবার জোটাতে সে ঘরের থালা বাসন বেঁচে দেয়।

IMG 20200404 WA0003 1

তিনদিন ক্ষুদার্ত থাকার  এর পরে, তিন দিন পরে  ক্ষুধার্ত এই তিন জন মেয়ে COVID-19-এর জন্য জারি করা কেন্দ্রীয় সরকারের 1800118797 হেল্প ডেস্কে ফোন করে।  তাদের পরিস্থিতি সম্পর্কে সব জানায়।

 আর এই ঘটনা জানানোর  এক ঘন্টার মধ্যে অফিসাররা এই মেয়েদের কাছে খাবার নিয়ে পৌঁছে যায়। আর খাবার পেয়ে তাদের মুখে সুখের তৃপ্তি ফুটে ওঠে। আর এই ঘটনাটা প্রকাশ্য আসার পর সবার কাছে প্রশংসা কুড়িয়েছে।

সম্পর্কিত খবর