সুখবর! এই দিনের মধ্যেই ভারতে চালু হবে 5G পরিষেবা, নির্দেশ জারি করল প্রধানমন্ত্রীর দফতর

বাংলা হান্ট ডেস্ক: বহুদিন ধরেই দেশে 5G পরিষেবা চালু হওয়া নিয়ে জোর জল্পনা শুরু হয়েছিল। এবার সেই জল্পনারই অবসান ঘটিয়ে শীঘ্রই দেশে 5G পরিষেবা চালু করতে টেলিকম বিভাগকে নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় (PMO)।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই নির্দেশের পর, এখন টেলিকম বিভাগ ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি (ট্রাই)-কে ২ মার্চের মধ্যে 5G সম্পর্কিত সুপারিশ দেওয়ার জন্য অনুরোধ করেছে। যার ফলে ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটিকে 5G স্পেকট্রামের নিলাম প্রক্রিয়া সংক্রান্ত নিয়ম সম্পর্কে তার সুপারিশ দিতে হবে।

এই প্রসঙ্গে TRAI সচিবকে দেওয়া চিঠিতে টেলিকম বিভাগ বলেছে যে, প্রধানমন্ত্রীর কার্যালয় ১৫ আগস্ট, ২০২২-এর মধ্যে দেশে 5G পরিষেবা শুরু করতে চায়। পাশাপাশি, গত ২২ ফেব্রুয়ারি TRAI সচিবকে লেখা এই চিঠিতে টেলিকম বিভাগ আরও জানিয়েছে যে, “একটি মনিটরিং গ্রুপের আলোচনা থেকে উঠে আসা সিদ্ধান্ত/ অ্যাকশনের পয়েন্টগুলি উল্লেখ করে, প্রধানমন্ত্রীর কার্যালয় ১৫ আগস্ট, ২০২২-এর মধ্যে 5G পরিষেবা শুরু করার জন্য টেলিকম বিভাগকে অনুরোধ করেছে এবং TRAI-কে ২০২২ সালের মার্চের মধ্যেই এই বিষয়ে সুপারিশ দিতেও অনুরোধ করা হচ্ছে।”

পদ্ধতি অনুসারে, বিভাগটি স্পেকট্রাম মূল্যের পাশাপাশি এটি বরাদ্দ করার পদ্ধতি, এর ব্লকের আকার এবং অর্থপ্রদানের পদ্ধতি সম্পর্কে TRAI থেকে সুপারিশ চায়। এদিকে, TRAI স্টেকহোল্ডারদের সাথে পরামর্শ করে টেলিকম বিভাগকে সুপারিশ পাঠাবে।

পাশাপাশি, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) 5G স্পেকট্রাম নিলামের জন্য একাধিক ব্যান্ড, মূল্য, কোয়ান্টাম এবং অন্যান্য শর্তাদি সম্পর্কিত সুপারিশগুলি চূড়ান্ত করার প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এছাড়াও নতুন ফ্রিকোয়েন্সি যেমন 526-698 MHz, মিলিটারি ব্যান্ড যেমন 700 MHz, 800 MHz, 900 MHz, 1800 MHz, 2100 MHz, 2300 MHz, 2500 MHz, 3300-370 MHz নিয়েও বিস্তারিত বিবরণ তৈরি করা হচ্ছে।

960x0 1 2

কিছুদিন আগে, টেলিকম সেক্রেটারি কে রাজারামন বলেছিলেন যে, TRAI-এর সুপারিশগুলি পাওয়ার দিন থেকে টেলিকম বিভাগের নিলাম শুরু করতে দুই মাস সময় লাগবে। এদিকে, বিভাগের মতে, 4G পরিষেবার চেয়ে 5G পরিষেবা ১০ গুণ দ্রুত ডাউনলোড করতে সক্ষম হবে।

পাশাপাশি, পদ্ধতি অনুসারে, টেলিকম বিভাগের শীর্ষ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা হল ডিজিটাল কমিউনিকেশন কমিশন (পূর্ববর্তী টেলিকম কমিশন), যা TRAI-এর সুপারিশের উপর সিদ্ধান্ত নেয়। এরপর তা চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসভায় পাঠানো হয়। এই প্রসঙ্গে রাজারামন বলেছিলেন যে, টেলিকম বিভাগ আসন্ন নিলামের জন্য নিলামকারী হিসাবে MSTC-কে বেছে নিয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর