বাংলা হান্ট ডেস্ক : প্রতিটি ব্যক্তির মত আপনারও নিশ্চয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account) আছে কোনও না কোনও ব্যাঙ্কে। যদি আপনি PNB অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (Punjab National Bank) গ্রাহক হয়ে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে একটি সুখবর। এছাড়া আপনি যদি FD (Fixed Deposit) করে রেখেছেন, তাহলে এই প্রতিবেদনটি শুধু মাত্র আপনার জন্য।
গত ১০ দিনের মাথায় পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) দ্বিতীয়বার সুদের হার বাড়িয়েছে। শুধু পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কই নয় গত একমাসের মধ্যে কয়েকটি ব্যাঙ্কই FD-র সুদের হার বাড়িয়েছে। এই সকল ব্যাঙ্কগুলি বিভিন্ন মেয়াদে সুদের (Interest) হার বাড়িয়েছে। এছাড়া গত কয়দিন আগে পিএনবি ৩০০ দিনের FD-তে সুদের হার বাড়িয়েছিল।
সূত্রের খবর, এখন আবারও পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কটি সুদের হার বাড়িয়েছে। বিভিন্ন মেয়াদে FD-র ক্ষেত্রে সুদের হার বাড়ানো হয়েছে। এই ব্যাঙ্ক স্পেশাল পিরিয়ড স্কিমের অধীনে সুদের হার ৮০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। ৩০০ দিনের FD-র ক্ষেত্রে সুদের হার ৬.২৫ শতাংশ থেকে ৭.২৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। এই ব্যাঙ্ক এক বছরের FD-র ক্ষেত্রে ৬.৭৫ শতাংশ হারে সুদ দিচ্ছে। এছাড়া ৪০০ দিনের আমানতের জন্য ৭.২৫ শতাংশ হারে সুদ দিচ্ছে। তাছাড়া ২ থেকে ৩ বছরের FD-র জন্য ৭ শতাংশ হারে সুদ দিচ্ছে ব্যাঙ্ক।
সম্প্রতি SBI অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State bank of India) তেও সুদের হার বাড়ানো হয়েছে। SBI প্রায় ১০ মাস পর তার সুদের হার পরিবর্তন করেছে। এক বছরের FD-তে ব্যাঙ্কটি সুদ দিচ্ছে ৬.৮০ শতাংশ। এছাড়া ২ থেকে ৩ বছরের জন্য FD-র সুদের হার ৭ শতাংশ হারে দিচ্ছে ব্যাঙ্ক। তাছাড়া ৩ থেকে ৫ বছরের জন্য FD-র সুদের হার ৬.৭৫ শতাংশ হারে বাড়িয়েছে ব্যাঙ্ক।
এইদিকে আবার HDFC অর্থাৎ হাউসিং ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন (Housing Development Finance Corporation) ব্যাঙ্ক এক বছরের FD-তে সুদের হার বেড়েছে ৬.৬ শতাংশ। এই ব্যাঙ্ক ২ বছরের ১১ মাস থেকে ৩৫ মাসের মধ্যে FD-এ ৭.১৫ শতাংশ হারে সুদে দেওয়া হচ্ছে। বাকি বিভিন্ন FD-র বার্ষিক মেয়াদগুলি ৭ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে।
আবার অন্যদিকে রয়েছে BOB অর্থাৎ ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda), যা ১ থেকে ২ বছরের মধ্যে FD-তে বার্ষিক সুদের হার বাড়িয়েছে ৬.৮৫ শতাংশ। ২ থেকে ৩ বছরের মধ্যে সুদের হার বাড়িয়েছে ৭.২৫ শতাংশ। আর বিশেষ করে ৩৯৯ দিনের জন্য FD-তে বার্ষিক ৭.১৫ শতাংশ সুদ বাড়ানো হয়েছে।