মাত্র ৪০ টাকায় রেল স্টেশনেই মিলবে ঝাঁ চকচকে রুম, এভাবে করতে পারবেন বুকিং

বাংলাহান্ট ডেস্ক : একে তো শীতকাল, তার ওপর ঘন কুয়াশা। ট্রেন (Train Services) যথারীতি লেট। ফলে হাতে অতিরিক্ত সময় থাকলে আপনাকে বাধ্য হয়ে নিতেই হচ্ছে হোটেলের সুবিধা। কিন্তু আজ আমরা আপনাকে হোটেল ছাড়াও ভারতীয় রেলের এমন একটি বিশেষ পরিষেবার কথা বলব যেখানে আপনার শুধুই লাভ হবে। আপনি হাজার হাজার টাকা বাঁচাতে পারবেন। এখন প্রশ্ন হল, কী সেই সুবিধা? চলুন, তাহলে সেটাই জেনে নেওয়া যাক।

আপনি যখনই ট্রেনে ভ্রমণ করবেন, তখনই আপনি এই সুবিধা পাবেন। এই প্রসঙ্গে সকলকেই জানিয়ে রাখা দরকার যে, ভারতীয় রেলওয়ে (Indian Railway) যাত্রীদের জন্য মাত্র ২০ থেকে ৪০ টাকার বিনিময়ে বিলাসবহুল রুম সরবরাহ করে। শুধু এর জন্য আপনার PNR নম্বর থাকতে হবে। শীতকালে ঘন কুয়াশার কারণে ট্রেন দেরিতে ছাড়ার জন্য দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী। বহুক্ষেত্রেই স্টেশনে এসে তারা জানতে পারেন ট্রেন ২, ৪ বা অনেক সময় ৮ ঘন্টা দেরিতে ঢুকছে।

এমন পরিস্থিতিতে কেউ কেউ দামি হোটেলে রুম বুক করে থাকতে গেলেও সেখানে মোটা অঙ্কের টাকা গুণতে হয় বেশিরভাগ মানুষকে। এমন পরিস্থিতিতে আপনারা রেলের অবসর গ্রহণ কক্ষের বা রিটায়ারিং রুমের (Retiring Room) সুবিধা নিতে পারেন।  এখানে আপনি টানা ৪৮ ঘন্টা থাকতে পারবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এখানে আপনাকে খুব কম চার্জ দিতে হবে। এখানে থাকতে আপনার কাছ থেকে মাত্র ২০ থেকে ৪০ টাকা নেওয়া হবে।

এখন আপনার সামনে সবচেয়ে বড় সমস্যা হলো আপনি কীভাবে রিটায়ারিং রুম কিভাবে বুক করবেন, কোথা থেকেই বা বুক করবেন। এর জন্য আপনার PNR নম্বরের প্রয়োজন হবে কারণ রিটায়ারিং রুমের বুকিং শুধুমাত্র PNR নম্বর দিয়ে করা হয়, যার দ্বারা আপনি বেশিরভাগ বড় স্টেশনগুলির এসি এবং নন এসি (এসি/নন এসি) রুম পাবেন। আপনি যে ওয়েবসাইটে এটি বুক করতে পারেন, তা হলো https://www.rr.irctctourism.com/#/home এ যেতে হবে এবং আপনাদের জেনে রাখা দরকার যে এই সুবিধাটি শুধুমাত্র সেই যাত্রীদের দেওয়া হবে, যাদের টিকিট কনফার্ম টিকিট থাকবে।

Retiring Room

এছাড়াও মনে রাখতে হবে আপনি যদি ৫০০ কিলোমিটার বা তার বেশী দূরত্ব ভ্রমণ করতে যাচ্ছেন, তবে সাধারণ টিকিটেও এই সুবিধাটি পাওয়া যাবে। এছাড়া একটি PNR নম্বর দিয়ে শুধুমাত্র একটি কক্ষ ব্যবহার করা যাবে বা থাকা যাবে। এখানে মনে রাখবেন যে অনলাইন বুকিং করার পরে, আপনাকে আধার কার্ড বা প্যান কার্ডের মতো সরকারি নথি চাওয়া হবে, তারপর ওই ওয়েবসাইটে ক্লিক করলেই পাওয়া যাবে আপনার PNR নম্বর। দিল্লী, মুম্বই, চেন্নাইয়ের মতো দেশের বড় রেল স্টেশনগুলিতে এই সুবিধা পাওয়া যাচ্ছে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর